পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Mountaineer Baljit Kaur: মৃত্যুকে হারিয়ে দুর্গম অন্নপূর্ণার শৃঙ্গ জয় হিমাচলের বলজিৎ কৌরের

অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ জয় করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন হিমাচল প্রদেশের পর্বতারোহী বলজিৎ কৌর ৷ তিনি ক্যাম্প 4-এ ফিরে এসেছিলেন সামিট শেষ করে ৷ তার পর অক্সিজেনের অভাব দেখা দেয় তাঁর শরীরে ৷ যার জেরে মৃত্যু হয়েছে পর্বতারোহীর ৷

Mountaineer Baljit Kaur Dies ETV BHARAT
Mountaineer Baljit Kaur Dies

By

Published : Apr 18, 2023, 12:51 PM IST

Updated : Apr 18, 2023, 6:38 PM IST

সোলান (হিমাচল প্রদেশ), 18 এপ্রিল: হিমাচল প্রদেশের পর্বতারোহী বলজিৎ কৌরের মৃত্যু ৷ কিন্তু, সেই খবর ভুয়ো ছিল বলে জানা গিয়েছে ৷ নেপালের অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ জয় করার পর অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছিল বলে খবর রটে যায় ৷ মূলত হিমাচলের স্বাস্থ্যমন্ত্রী পোস্টের কারণে এই খবর ছড়িয়ে পড়ে ৷ বলজিৎ কৌর হিমাচল প্রদেশের সোলান জেলার মামলিগের বাসিন্দা ৷ তিনি ভারতীয় মহিলা পর্বতারোহী হিসেবে অল্প সময়ে একাধিক বড় রেকর্ড গড়েছেন ৷

হিমাচল প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী তথা লেনের বিধায়ক ধনিরাম শান্ডিল তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে বলজিৎ কৌরের মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন ৷ যা ভুল ছিল ৷ তিনি জানিয়েছিলেন, তাঁর নির্বাচনী এলাকার প্রতিভাবান মেয়ে পর্বতারোহী বলজিৎ কৌরের মৃত্যু হয়েছে ৷ বলজিৎ কৌরের এই অকাল প্রয়াণে স্বাস্থ্যমন্ত্রী শোকপ্রকাশ করন ৷ আরও দুই পর্বতারোহীর মৃত্যুর খবরও সামনে এসেছিল ৷ তবে, সেই খবর কেউ নিশ্চিত করেনি ৷ উল্লেখ্য, বলজিৎ কৌর প্রথম ভারতীয় মহিলা যিনি এক মাসেরও কম সময়ে চারটি 8 হাজার মিটার উচ্চতার শৃঙ্গ জয় করেছিলেন ৷

উল্লেখ্য, 2016 সালে তিনি প্রথমবার মাউন্ট এভারেস্ট জয় করতে গিয়েছিলেন ৷ তবে, সেই সময় অতিরিক্ত অক্সিজেন মাস্ক না থাকায় এভারেস্টের শৃঙ্গের মাত্র 300 মিটার দূরত্ব থেকে ফিরে আসেন বলজিৎ কৌর ৷ তারপর 6 বছরের দীর্ঘ পরিশ্রমের পর 2022 সাল থেকে ফের পর্বতশৃঙ্গ জয়ের লক্ষ্যে বেরিয়ে পড়েন তিনি ৷ সাফল্যও আসছিল একের পর এক ৷ এক বছর আগেই 28 এপ্রিল 8 হাজার 91 মিটার উচ্চতার দশম বৃহত্তর অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ জয় করেছিলেন বলজিৎ কৌর ৷ আর তারপর 12 মে 2022 সালে 8 হাজার 566 মিটারের কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ জয় করেন তিনি ৷

আরও পড়ুন:বিশ্বের দশম উচ্চতম শৃঙ্গজয় হুগলির পিয়ালীর, এবার মিশন মাকালু

উল্লেখ্য, বলজিৎ হলেন প্রথম ভারতীয় মহিলা, যিনি 7 হাজার 161 মিটার উচ্চতার পুমোরি পর্বতশৃঙ্গ জয় করার গৌরব অর্জন করেছিলেন ৷ এই দুর্গম পর্বতশৃঙ্গ জয়ের পর বলজিৎ কৌরের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল ৷ তিনি জানিয়েছিলেন, আর তিনি থামতে চান না ৷ তাই একের পর এক পর্বতশৃঙ্গ জয় করতে শুরু করেন হিমাচল প্রদেশের এই মেয়ে ৷ উল্লেখ্য, গতকাল হুগলির চন্দননগরের পিয়ালী বসাক অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ জয় করেছেন ৷ সোমবার সকাল 8 টা 25 মিনিটে সামিট পূরণ করেছেন পিয়ালী ৷

Last Updated : Apr 18, 2023, 6:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details