কলকাতা, 10 মে : মাতৃত্ব, করোনার থাবা, ফিটনেসের অভাব ৷ সবমিলিয়ে মাত্র দিনদশেকের প্র্যাকটিসের পুঁজি নিয়ে এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন তিনি ৷ তবে তিনি যে কবল নামেই অংশগ্রহণ করেননি, তা পারফরম্যান্সেই বুঝিয়ে দেন পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন মৌমা দাস ৷ ষষ্ঠবারের জন্য চ্যাম্পিয়ন হতে না-পারলেও নতুনদের সঙ্গে পাল্লা দিয়ে হয়েছেন রানার্স-আপ ৷ তাঁর এই জোরাল প্রত্যাবর্তনের নেপথ্যে দেশের টেবিল টেনিসের অন্যতম সেরার মুখে সৌরভ গঙ্গোপাধ্যায়ের লড়াইয়ের কথা (Mouma Das says Sourav Ganguly has been her inspiration)।
ক্রীড়া সাংবাদিক ক্লাবের মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসে মঙ্গলবার অভিজ্ঞ মৌমা বলেন, "সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রত্যাবর্তনের লড়াই অনুপ্রেরণা হিসেবে আমার সামনে ছিল। যা ফিরে আসতে সাহায্য করেছে। জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে নিজের অবস্থানটা বুঝতে চেয়েছিলাম। আমি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, তা যাচাই করতে চেয়েছিলাম ৷ সড়গড় হতে একটু সমস্যা হয়েছিল। তারপর মানিয়ে নিয়েছিলাম ৷" পাশাপাশি এদিনের অনুষ্ঠানে এসে তারকা মৌমা প্রশংসা করলেন বর্তমান সময়ের খেলোয়াড়দের।