পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Mouma Das : সৌরভই অনুপ্রেরণা, জাতীয় চ্যাম্পিয়নশিপে রানার্স হয়ে বললেন মৌমা - জাতীয় চ্যাম্পিয়নশিপে রানার্স মৌমার অনুপ্রেরণা সৌরভ

ষষ্ঠবারের জন্য চ্যাম্পিয়ন হতে না-পারলেও নতুনদের সঙ্গে পাল্লা দিয়ে হয়েছেন রানার্স-আপ ৷ তাঁর এই জোরাল প্রত্যাবর্তনের নেপথ্যে দেশের টেবিল টেনিসের অন্যতম সেরার মুখে সৌরভ গঙ্গোপাধ্যায়ের লড়াইয়ের কথা (Mouma Das says Sourav Ganguly has been her inspiration)।

Mouma Das takes to Press
জাতীয় চ্যাম্পিয়নশিপে রানার্স মৌমা

By

Published : May 10, 2022, 11:00 PM IST

কলকাতা, 10 মে : মাতৃত্ব, করোনার থাবা, ফিটনেসের অভাব ৷ সবমিলিয়ে মাত্র দিনদশেকের প্র্যাকটিসের পুঁজি নিয়ে এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন তিনি ৷ তবে তিনি যে কবল নামেই অংশগ্রহণ করেননি, তা পারফরম্যান্সেই বুঝিয়ে দেন পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন মৌমা দাস ৷ ষষ্ঠবারের জন্য চ্যাম্পিয়ন হতে না-পারলেও নতুনদের সঙ্গে পাল্লা দিয়ে হয়েছেন রানার্স-আপ ৷ তাঁর এই জোরাল প্রত্যাবর্তনের নেপথ্যে দেশের টেবিল টেনিসের অন্যতম সেরার মুখে সৌরভ গঙ্গোপাধ্যায়ের লড়াইয়ের কথা (Mouma Das says Sourav Ganguly has been her inspiration)।

ক্রীড়া সাংবাদিক ক্লাবের মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসে মঙ্গলবার অভিজ্ঞ মৌমা বলেন, "সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রত্যাবর্তনের লড়াই অনুপ্রেরণা হিসেবে আমার সামনে ছিল। যা ফিরে আসতে সাহায্য করেছে। জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে নিজের অবস্থানটা বুঝতে চেয়েছিলাম। আমি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, তা যাচাই করতে চেয়েছিলাম ৷ সড়গড় হতে একটু সমস্যা হয়েছিল। তারপর মানিয়ে নিয়েছিলাম ৷" পাশাপাশি এদিনের অনুষ্ঠানে এসে তারকা মৌমা প্রশংসা করলেন বর্তমান সময়ের খেলোয়াড়দের।

আরও পড়ুন : টিটি বোর্ডে মহাপ্রত্যাবর্তন 38-এর মৌমার

মৌমা জানান, নতুনদের বিরুদ্ধে খেলতে নেমে ব্যাটে রাবারের বৈচিত্র্য দেখে খানিক অবাক হয়েছেন তিনি ৷ অভিজ্ঞতা এবং নৈপুণ্য দিয়ে তা সামলেছেন বলে জানান মৌমা ৷ দেশের হয়ে চারশোরও বেশি ম্যাচ খেলা, 17টি বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করা অলিম্পিয়ানের ভাবনায় যদিও আর জাতীয় দলের হয়ে খেলার পরিকল্পনা নেই। এ বিষয়ে তাঁর সোজাসাপ্টা জবাব, "আগে জাতীয় এবং রাজ্য স্তরে নিজেকে মেলে ধরতে চাই ৷ তারপর জাতীয় দলের কথা চিন্তা করব।" যদিও বাংলার খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে আধিপত্যের অধঃপতন দেখে অবাক মৌমা ৷ উত্তরসূরীদের নিয়ে আক্ষেপ মৌমার কথায়, "মান্তু ঘোষ, অনিন্দিতা চক্রবর্তীদের পর আমি পৌলমী ঘটক জাতীয় পর্যায়ে আধিপত্য দেখিয়েছিলাম। এখন আর তা দেখতে পাচ্ছি না ৷"

For All Latest Updates

TAGGED:

Mouma Das

ABOUT THE AUTHOR

...view details