কলকাতা, 25 মার্চ : মোহনবাগানে বসু জমানা কার্যত শেষ । শুরু হল দত্ত এবং বন্দ্যোপাধ্যায় জমানার । বৃহস্পতিবার অফিসিয়ালি মোহনবাগানের সচিবের পদে বসলেন দেবাশিস দত্ত । 22 জনের যে প্যানেল সবুজ মেরুনের প্রশাসনিক পদে বসল, তাতে সচিব পদে দেবাশিস দত্ত ছাড়াও সহ-সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায় এবং ফুটবল সচিব স্বপন বন্দোপাধ্যায় ৷
সচিব পদে বসার আগে ক্লাব সভাপতি টুটু বসুকে প্রণাম করে আর্শীবাদ নিয়ে নতুন ইনিংস শুরু করার কথা জানিয়েছেন দেবাশিস দত্ত । সেই সঙ্গে তিনি বুঝিয়ে দিলেন, বসু ও মিত্র পরিবারের সঙ্গে তিনি আগের মতোই আছেন, থাকবেনও ৷ দেবাশিস দত্ত জানিয়েছেন, ‘‘আমি আজ যেখানে পৌঁছতে পেরেছি, তার বড় অবদান টুটু বসু ও অঞ্জন মিত্রের । এঁরা না থাকলে সম্ভব হত না ৷ আজ সকালেই টুটুদার আর্শীবাদ নিয়ে এসেছি ৷ আমাকে সবুজ-মেরুন উত্তরীয় পড়িয়ে তিনি ভাল কাজ করার শুভেচ্ছা জানিয়েছেন ৷’’
মোহনবাগান ক্লাব তাঁবুতে আনুষ্ঠানিকভাবে সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর মঞ্চে দাঁড়িয়ে আবেগ প্রবণ হয়ে পড়েন দেবাশিস দত্ত ৷ প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায় নতুন সচিব সহ অন্যান্য আধিকারিক ও কর্মসমিতির নাম ঘোষণা করেন ৷ এবারে বিরোধী পক্ষের কোনও প্রতিনিধি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্বপন বন্দ্যোপাধ্যায়ের প্যানেলের 22 জনের প্রতিনিধির নাম ঘোষণা করা হয় ৷ দেবাশিস দত্ত সচিব হওয়া ছাড়াও সহ-সচিব পদে সত্যজিৎ চট্টোপাধ্যায় এবং ফুটবল সচিব পদে স্বপন বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হয়েছেন ৷ ফলে মোহনবাগানে কার্যত বসুদের যুগ শেষ (New Era of Mohun Bagan Club) ৷
সচিব পদে বসেই এক গুচ্ছ পরিকল্পনা ঘোষণা করেছেন নবনির্বাচিত সচিব দেবাশিস দত্ত। নতুন মরসুমে মোহনবাগান কলকাতা ফুটবল লিগে অংশ নেবে (Mohun Bagan will Play in CFL) ৷ শুধু কলকাতা লিগ নয়, শিল্ড, ডুরান্ড কাপেও সিনিয়র দল অংশ নেবে বলে জানিয়েছেন তিনি ৷ পয়লা এপ্রিল থেকে সবুজ মেরুন ফুটবলাররা অনুশীলন শুরু করবেন ৷ দেবাশিষ দত্ত বলছেন, গোয়া থেকে ক্লাবে জিমনাসিয়ামের সরঞ্জাম পৌঁছে গিয়েছে ৷ এখন থেকে ক্লাবে এসেই সিনিয়র দলের ফুটবলাররা জিম করবেন ৷
আরও পড়ুন : Juan Ferrando : ফের কোচের চেয়ারে ফেরান্দো, এপ্রিলে অনুশীলনে নামছে সবুজ-মেরুন
কারণ 15 এপ্রিল পযর্ন্ত মাঠ হকি দলের দখলে । তাই অনুশীলন সম্ভব নয় । তার পর থেকেই ক্লাবের মাঠ নতুন করে তৈরির কাজ শুরু হবে ৷ মাঠ তৈরি হয়ে গেলে মোহনবাগান সিনিয়র দল ক্লাবের মাঠেই অনুশীলন করবে ৷ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সামনে দেওয়া কথা অনুসারে সামনের বছর থেকে মহিলা ফুটবল দল তৈরি করবে এবং কন্যাশ্রী কাপে অংশ নেবে মোহনবাগান ৷
হকিতে ফিরছে মোহনবাগান, এমনটাই জানিয়েছেন নতুন সচিব। তাই নতুন করে তৈরি হবে মোহনবাগানের হকি দল। ইতিমধ্যে শক্তিশালী হকি দল গড়েছে ইস্টবেঙ্গল । অতীতে হকির মতো অ্যাথলেটিক্সেও বহু সাফল্য পেয়েছিল সবুজ-মেরুন ক্লাব ৷ তাই এবার ক্লাবের অ্যাথলেটিক্সকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে ৷ মোহনবাগান ক্লাবের নিজস্ব টেনিস খেলার চল ছিল ৷ বহু বছর তা বন্ধ ৷ সেই টেনিসও শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি দেবাশিস দত্ত ৷