পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Mohun Bagan in CFL আইএফএ বকেয়া না মেটালে লিগে নেই মোহনবাগান, ফের হুঁশিয়ারি সচিবের

আইএফএ বকেয়া না মেটালে কলকাতা লিগ খেলবে না মোহনবাগান (Mohun Bagan will not participate in CFL) । ডুরান্ড কাপ এবং এএফসি কাপ খেলেই আইএসএলের জন্য তৈরি হবে সবুজ মেরুন ।

Etv Bharat
Mohun Bagan

By

Published : Aug 22, 2022, 5:56 PM IST

Updated : Aug 22, 2022, 10:05 PM IST

কলকাতা, 22 অগস্ট: আইএফএ বকেয়া না-মেটালে কলকাতা লিগ খেলবে না এটিকে মোহনবাগান (Mohun Bagan will not participate in CFL) । আগামী 30 তারিখের মধ্যে বকেয়া মেটানোর ব্যপারে যাবতীয় ছবি পরিস্কার করতে হবে । তা না করতে পারলে কলকাতা লিগ খেলবে না গঙ্গাপাড়ের ক্লাব । ডুরান্ড কাপ এবং এএফসি কাপ খেলেই আইএসএলের জন্য তৈরি হবে সবুজ-মেরুন ।

বকেয়া মেটানোর বিষয়ে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ'র দ্বিচারিতা, এমনকি কিস্তিতে বকেয়া মেটানোর কথা বলা হলেও তার পরিমাণ কত সে সম্পর্কে পরিষ্কার বার্তা না-দেওয়াতেই আতান্তরে মোহনবাগান । আইএফএ সচিব অনির্বাণ দত্তকে (Anirban Dutta) একহাত নিয়ে কলকাতা লিগ না-খেলার হুঁশিয়ারি দিলেন বাগান সচিব দেবাশিস দত্ত (Debashis Dutta) । ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায় (Swapan Banerjee) এবং ক্লাবের দুই পাওনাদারকে পাশে বসিয়ে মোহনবাগান সচিব বলেন, "2018 থেকে আইএফএ'র কাছে প্রায় 60 লক্ষ টাকা পাওনা রয়েছে ৷ প্রাক্তন সচিব জয়দীপ মুখোপাধ্যায় থেকে বর্তমান আইএফএ সচিব অনির্বাণ দত্তকে মোহনবাগান বকেয়া মেটানোর অনুরোধ করে চিঠি দিলেও প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি। মাঝে আইএফএ'র দুই সহ-সভাপতি কলকাতা লিগে অংশগ্রহণের ব্যাপারে সবুজ-মেরুন সচিবের সঙ্গে আলোচনায় বসেছিলেন। কিন্তু বকেয়া মেটানোর ব্যাপারে কোনও দিশা দেখাতে পারেননি। কারণ আর্থিক ব্যাপারে তাদের কথা বলার অধিকার ছিল না। এই মিটিংয়ের পরে একাধিক চিঠি মোহনবাগান সচিব আইএফএ'কে দিলেও সেভাবে কোনও আশ্বাস মেলেনি।

আরও পড়ুন : এফসি গোয়া থেকে লোনে লাল হলুদে এলেন গোলরক্ষক নবীন কুমার

শেষপর্যন্ত একটি চিঠিতে আইএফএ আর্থিক অনটনের কথা উল্লেখ করে কিস্তিতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে বকেয়া মেটানোর আশ্বাস দিয়েছে। কিন্তু মোহনবাগান সচিব বলছেন কিস্তির সংখ্যা এবং পরিমাণ তাতে উল্লেখ নেই। তাই পুরো ছবিটা অস্পষ্ট ৷ এদিকে এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো কলকাতা লিগে অংশগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত জানতে চেয়েছেন বলে জানিয়েছেন। এই অবস্থায় চলতি মাসের মধ্যে আইএফএ যদি বকেয়া মেটানোর ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট না করে তাহলে কলকাতা লিগে বাগান অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন সচিব দেবাশিস দত্ত। যদিও রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বারংবার কলকাতা লিগে তিন প্রধানকে অংশগ্রহণের ব্যাপারে অনুরোধ করে চলেছেন। নিজের দফতরে তিন প্রধানকে নিয়ে বৈঠকেও সবুজ-মেরুনকে খেলার অনুরোধ করেছেন ৷

মোহনবাগান দিবস এবং গোষ্ঠ পালের জন্মদিনেও একই অনুরোধ সবুজ-মেরুন কর্তাদের করেছেন তিনি ৷ মন্ত্রীর অনুরোধ এবং আইএফএ'র এগিয়ে আসার আহ্বান সত্ত্বেও মোহনবাগান সচিব অবস্থানে অনড়। অংশ না নিলে আইএফএর শাস্তির আশঙ্কাকেও পাত্তা দিচ্ছেন না বাগানের ডিডি।

Last Updated : Aug 22, 2022, 10:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details