কলকাতা, 22 অগস্ট: আইএফএ বকেয়া না-মেটালে কলকাতা লিগ খেলবে না এটিকে মোহনবাগান (Mohun Bagan will not participate in CFL) । আগামী 30 তারিখের মধ্যে বকেয়া মেটানোর ব্যপারে যাবতীয় ছবি পরিস্কার করতে হবে । তা না করতে পারলে কলকাতা লিগ খেলবে না গঙ্গাপাড়ের ক্লাব । ডুরান্ড কাপ এবং এএফসি কাপ খেলেই আইএসএলের জন্য তৈরি হবে সবুজ-মেরুন ।
বকেয়া মেটানোর বিষয়ে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ'র দ্বিচারিতা, এমনকি কিস্তিতে বকেয়া মেটানোর কথা বলা হলেও তার পরিমাণ কত সে সম্পর্কে পরিষ্কার বার্তা না-দেওয়াতেই আতান্তরে মোহনবাগান । আইএফএ সচিব অনির্বাণ দত্তকে (Anirban Dutta) একহাত নিয়ে কলকাতা লিগ না-খেলার হুঁশিয়ারি দিলেন বাগান সচিব দেবাশিস দত্ত (Debashis Dutta) । ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায় (Swapan Banerjee) এবং ক্লাবের দুই পাওনাদারকে পাশে বসিয়ে মোহনবাগান সচিব বলেন, "2018 থেকে আইএফএ'র কাছে প্রায় 60 লক্ষ টাকা পাওনা রয়েছে ৷ প্রাক্তন সচিব জয়দীপ মুখোপাধ্যায় থেকে বর্তমান আইএফএ সচিব অনির্বাণ দত্তকে মোহনবাগান বকেয়া মেটানোর অনুরোধ করে চিঠি দিলেও প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি। মাঝে আইএফএ'র দুই সহ-সভাপতি কলকাতা লিগে অংশগ্রহণের ব্যাপারে সবুজ-মেরুন সচিবের সঙ্গে আলোচনায় বসেছিলেন। কিন্তু বকেয়া মেটানোর ব্যাপারে কোনও দিশা দেখাতে পারেননি। কারণ আর্থিক ব্যাপারে তাদের কথা বলার অধিকার ছিল না। এই মিটিংয়ের পরে একাধিক চিঠি মোহনবাগান সচিব আইএফএ'কে দিলেও সেভাবে কোনও আশ্বাস মেলেনি।