পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মনবীরের পরে পেত্রাতোসকে নিয়ে আশার আলো, কৃষ্ণা-কাঁটা সরিয়ে আজ বদলা চায় বাগান

ISL 2023-24: রয় কৃষ্ণা কি ফের সবুজ-মেরুনের ঘাতক হবেন? ফিজিয়ান স্ট্রাইকার ফের নামছেন মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে। এবার ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে আজ, বুধবারের লড়াই মোহনবাগানের ৷

কৃষ্ণ-কাঁটা সরিয়ে বদলা নিতে চায় বাগান
ISL 2023-24

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2023, 10:07 AM IST

কলকাতা, 6 ডিসেম্বর:রয় কৃষ্ণা কি ফের বাগান লণ্ডভণ্ড করার দায়িত্ব নেবেন? মঙ্গলবার মোহনবাগান সুপার জায়ান্টের প্র্যাকটিসে এই কথাটাই সবচেয়ে বেশি আলোচনায় এল। সদ্য এএফসি কাপের ম্যাচে সবুজ-মেরুনের প্রাক্তন বিদেশি একাই পুরনো দলের স্বপ্ন ধ্বংস করে দিয়েছিলেন। গোল করে এবং করিয়ে তিনিই ছিলেন ম্যাচের নায়ক। ফিজিয়ান স্ট্রাইকার ফের নামছেন মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে। এবার মঞ্চ আইএসএল ৷

রয় কৃষ্ণা কি ফের সবুজ-মেরুনের ঘাতক হবেন? অনিরুদ্ধ থাপাকে নিয়ে কোচ জুয়ান ফেরান্দো সাংবাদিক সম্মেলনে এসেছিলেন। ফিজিয়ানকে ভালো মানের ফুটবলার বললেও তাঁকে টেক্কা দেওয়ার ফুটবলার যে আস্তিনে রয়েছে তা বুঝিয়ে দিয়েছেন। পাঁচে পাঁচ। আইএসএলে মোহনবাগান যেন অশ্বমেধের ঘোড়া। এবার ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে বুধবারের লড়াই। সার্জিও লোবেরার সঙ্গে জুয়ান ফেরান্দোর ফুটবল মস্তিষ্কের লড়াই এখন আইএসএলের সেরা আকর্ষণ।

এএফসি কাপের মঞ্চে দুই স্প্যানিশ কোচের দ্বৈরথের ফলাফল 1-1। এবার আইএসএল। প্রতিপক্ষের ওপর স্টিম রোলার চালাতে অভ্যস্ত হয়ে পড়া মোহনবাগান সুপার জায়ান্ট প্রতিপক্ষ হিসেবে ওড়িশা এফসিকে নিয়ে বাড়তি চিন্তার প্রকাশ দেখাতে নারাজ। বরং কিছুটা বাস্তবের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বুধসন্ধ্যার আইএসএলের ম্যাচকে দেখতে চাইছে। সদস্য সমর্থকরা বদলা মেজাজ দেখালেও সবুজ-মেরুন ব্রিগেড ওড়িশা এফসির বিরুদ্ধে লড়াইকে কেবলই একটা ম্যাচ হিসেবে দেখতে চাইছে। প্রতিটি ম্যাচ জেতার জন্য যেভাবে দলকে তৈরি করা হয় সেইভাবেই প্রস্তুতি হচ্ছে বলে জানান ফেরান্দো। হায়দরাবাদ এফসিকে দুই গোলে উড়িয়ে দেওয়ার পরে সবুজ-মেরুন কোচ বলেছিলেন গোল করার দায়িত্ব দলের 11 জনের।

তাই কামিংস এবং আশিস রাইয়ের গোল করে জেতানোর মধ্যে দল কোনও একজনের ওপর নির্ভরশীল নয় তা প্রমাণিত বলে মনে করছেন। এদিকে মনবীর সিংয়ের খেলার সম্ভাবনা ক্রমেই উজ্বল হচ্ছে। বাড়তি সুখবর, দিমিত্রি পেত্রাতোসও বল নড়াচড়া শুরু করলেন। জুয়ান ফেরান্দো বিষয়টি নিয়ে ধোঁয়াশা রাখছেন। বলছেন মেডিক্যাল টিমের সঙ্গে কথা বলার পরেই এই দুই ফুটবলার সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। সব মিলিয়ে ঘরের মাঠে আইএসএলের মঞ্চে ওড়িশা এফসিকে দেখে নেওয়ার চ্যালেঞ্জ নিলেও তা সমীহের আড়ালে রাখছে বাগান।

আরও পড়ুন:

  1. ওড়িশা এফসির ম্যাচে বাগান শিবিরে ফিরতে চলেছেন মনবীর, সময় লাগবে পেত্রাতোসের
  2. পঞ্চবাণে বিদ্ধ নর্থ-ইস্ট, সবচেয়ে বড় জয়ে আইএসএলে জয়ের সরণিতে ফিরল লাল-হলুদ
  3. কলকাতা ডার্বি না-হওয়ায় হতাশ, ডুরান্ডের 'নেভার সে ডাই' মানসিকতা আইএসএলে চাইছেন কুয়াদ্রাত

ABOUT THE AUTHOR

...view details