কলকাতা, 6 এপ্রিল : সবুজ-মেরুন জার্সিতে মোহনবাগান সমর্থকদের সামনে প্রথমবার খেলার সুযোগ ৷ রোমাঞ্চিত এটিকে মোহনবাগানের গোল মেশিন রয় কৃষ্ণা ৷ ফিজিয়ান স্ট্রাইকার জাতীয় দলের দায়িত্ব সামলে মঙ্গলবার এটিকে মোহনবাগানের অনুশীলনে যোগ দিয়েছেন ৷ চোট এবং অসুস্থতার কারণে একমাস আগে শেষ হওয়া আইএসএলে সেভাবে পারফর্ম করতে পারেননি এটিকে মোহনবাগানের একুশ নম্বর জার্সি ৷
এএফসি কাপের প্রথম দিনের অনুশীলনে রয় কৃষ্ণাকে আরও বেশি চনমনে, আগ্রাসী এবং ক্ষুধার্ত দেখিয়েছে ৷ সতীর্থদের সঙ্গে শারীরিক কসরত করার পর বল নিয়ে হুগো বুমোস, জনি কাউকো, শুভাশিস বসু ও প্রীতম কোটালদের সঙ্গে সমান ছন্দে অনুশীলন করেন ৷ আক্রমণ ও রক্ষণে ভারসাম্য বাড়ানোয় বাড়তি জোর দিয়েছেন কোচ জুয়ান ফেরান্দো ৷ এএফসি কাপে চ্যাম্পিয়ন হওয়া পাখির চোখ করলেও, ধাপে ধাপে এগোতে চাওয়ার কথা বলছেন রয় কৃষ্ণা ৷ সেই জন্য প্রথম দু’টি ম্যাচে 6 পয়েন্ট পাওয়ার জন্য নিজেদের সেরাটা দেওয়ার কথা বলছেন তিনি (Mohun Bagan Team Six Point from First Two Matches of AFC Cup) ৷