কলকাতা, 12 জুলাই: কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীকে হারাল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ ব্যারাকপুর স্টেডিয়ামে 5-1 গোলে টালিগঞ্জকে হারাল সবুজ-মেরুনের রিজার্ভ দল ৷ হ্যাটট্রিক করলেন হামতে ৷ বাস্তব রায়ের কোচিংয়ে সবুজ-মেরুন ব্রিগেড পাসের ফুলঝুরিতে প্রতিপক্ষ টালিগঞ্জ অগ্রগামীকে রীতিমতো উড়িয়ে দিল ৷ অথচ ম্যাচের চার মিনিটে মানস সরকারে গোলে এগিয়ে গিয়েছিল টালিগঞ্জ অগ্রগামী ৷ শুরুতেই পিছিয়ে পড়ার ধাক্কায় মেরিনার্সরা ঘাবড়ে যায়নি ৷ বরং ধীরে ধীরে খেলার রাশ নিজেদের দিকে ঘুরিয়ে নেয় মোহনবাগান সুপার জায়ান্ট ৷
কলকাতা লিগের প্রথম ম্যাচে জেতার পর দ্বিতীয় ম্যাচেও নিজেদের দাপট বজায় রাখল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ 4 মিনিটে পিছিয়ে গেলেও, 24 মিনিটের মাথায় নাওরেম সিংয়ের দর্শনীয় গোলে সমতায় ফেরে মোহনবাগান ৷ তার গোলের ধাক্কায় টালিগঞ্জ ছিটকেই গেল না ম্যাচ থেকে, হারিয়ে গেল ৷ বাকি সময় মোহনবাগান সুপার জায়ান্ট ব্যারাকপুর স্টেডিয়ামের সবুজ গালিচায় ফুল ফোটালো ৷ 47 মিনিটে নাওরেমের সেন্টার থেকে দলের দ্বিতীয় ও নিজের প্রথম গোলটি করেন হামতে ৷ পাঁচ মিনিট পরে সুহেল ভাট মোহনবাগানের তিন নম্বর গোল করেন ৷