কলকাতা, 30 অগস্ট: মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে জয়ে আত্মতুষ্ট না-হয়ে নতুন লক্ষ্যে মোহনবাগান সুপার জায়ান্ট। লক্ষ্মীবারে ডুরান্ড কাপের সেমিফাইনালে সবুজ-মেরুনের প্রতিপক্ষ এফসি গোয়া। নতুন কোচ এবং দল নিয়ে কঙ্কন উপকূলের দলটি কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি । বিষয়টি জানেন বলেই সতর্ক বাগানের হেডস্যর। এএফসি কাপ তার প্রাধান্যের তালিকায় অগ্রাধিকার পেলেও ডুরান্ড কাপ ফাইনালের টিকিট আপাতত পাখির চোখ । ব্র্যান্ডন হামিল ছাড়া সকলেই সুস্থ । দিমিত্রি পেত্রাতোস চোখের সংক্রমণ সারিয়ে মাঠে ফিরেছেন। ফলে কামিংস, সাদিকু, পেত্রাতোস এবং হুগো বুমোসকে ঘিরে তৈরি আক্রমণের চতুর্ভূজ যে প্রতিপক্ষের ঘুম ওড়ানোর পক্ষে যথেষ্ট, তা বলার অপেক্ষা রাখে না ।
হামিল না-থাকলেও আনোয়ারকে সঙ্গে নিয়ে উসতে রক্ষণে নির্ভরতা দিচ্ছেন। এর পাশাপাশি মাঝমাঠে সাহাল আবদুল সামাদ, আশিক কুরুনিয়ান, মনবীর সিংরা আক্রমণ এবং রক্ষণে নেমে-উঠে প্রতিপক্ষের কাজটা করে তুলছেন । প্রাক মরশুম প্রস্তুতির মধ্যে ডুরান্ড কাপ এবং এএফসি কাপের খেলা খেলতে হলেও মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলাররা ধীরে ধীরে ডানা মেলতে শুরু করেছেন । মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে গাঁটমুক্তির পরে জুয়ান ফেরান্দো নিজেও দল নিয়ে লক্ষ্যটা উঁচু তারে বাধতে চাইছেন । তাই এএফসি কাপের কথা মাথায় রেখে চোট বাঁচিয়ে ডুরান্ড ফাইনালে ওঠার পথ খোঁজার কথা বলছেন । প্রতিপক্ষ এফসি গোয়া নিয়ে সমীহের সুর ।
"মুম্বইয়ের মত গোয়া যথেষ্ট ব্যালান্সড এবং ভালো দল । গতবারের গোয়ার সঙ্গে এবারের পার্থক্য রয়েছে । নোয়া, বরিস, ম্যাকহিউ, সন্দেশ ঝিঙ্গান, উদান্তা সিং'য়ের মতো ফুটবলার রয়েছে । তাই গুরুত্ব তো দিতেই হবে । আমাদের প্রধান লক্ষ্য এএফসি কাপে ভালো ফল করা । তাই ডুরান্ড কাপের ফাইনালে ওঠার কথা যেমন মাথায় থাকছে তেমনই চোট বাঁচিয়ে ম্যাচটা শেষ করার লক্ষ্য থাকছে । তাই দলের একাদশ এবং ফরমেশনে কিছু পরিবর্তন হতে পারে ।" পাসের মায়াজালে প্রতিপক্ষকে ধাঁধায় ফেলতে চান মোহনবাগান সুপারজায়ান্টস কোচ ।