পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Mohun Bagan Super Giant: আজ রাতেই কলকাতায় জুয়ান ফেরান্দো, শনিবার থেকে ক্লোজ-ডোর অনুশীলনে বাগান - Antonio Lopez Habas

Mohun Bagan Super Giant Practice Start from Saturday: ডুরান্ড কাপ এবং এএফসি কাপের প্রস্তুতিতে নেমে পড়ছে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ আগামিকাল থেকে অনুশীলন শুরু করবেন ফুটবলাররা ৷ আজ রাতেই কলকাতায় আসছেন কোচ জুয়ান ফেরান্দো ৷ 27 জুলাইয়ের মধ্যে বিদেশি ফুটবলাররা শহরে চসে আসবেন ৷

Mohun Bagan Super Giant ETV BHARAT
Mohun Bagan Super Giant

By

Published : Jul 21, 2023, 9:47 PM IST

কলকাতা, 21 জুলাই: শনিবার থেকে অনুশীলন শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ সামনে ডুরান্ড কাপ এবং এএফসি কাপের খেলা ৷ তার আগে দলকে প্রস্তুত করতে মাঠে নামছেন কোচ জুয়ান ফেরান্দো ৷ শুক্রবার রাতে তিনি কলকাতায় আসছেন ৷ আর অগস্ট মাসের প্রথম সপ্তাহে শহরে আসবেন মোহনবাগানের নয়া টেকনিক্যাল ডিরেক্টর আন্তোনিও লোপেজ হাবাস ৷ এই মরশুমে তাঁকেও কোচিং টিমের বিশেষ দায়িত্বে নিয়ে এসেছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট ৷

সাহাল আব্দুল সামাদ ছাড়া দলের বাকি ভারতীয় ফুটবলাররা ইতিমধ্যেই শহরে পৌঁছে গিয়েছেন ৷ সামাদ আসবেন আগামী সপ্তাহের 27 জুলাই ৷ এমনকি বিদেশি ফুটবলাররা সকলেই জুলাইয়ের 27 তারিখের মধ্যে কলকাতায় চলে আসবেন ৷ প্রথম তিনদিন বন্ধ দরজার আড়ালে অনুশীলন হবে ৷ এই তিনদিনে ফুটবলারদের মেডিক্যাল টেস্ট ছাড়াও, জিম এবং ফিটনেস ট্রেনিং করা হবে ৷ কারও কোনও চোট-আঘাত আছে কি না, তা পরীক্ষা করে দেখা হবে ৷ তারপরেই পুরো নতুন উদ্যমে অনুশীলন শুরু হবে সবুজ-মেরুন ব্রিগেডের ৷

মোহনবাগান সুপার জায়ান্ট চলতি মরশুমে শক্তিশালী দল গঠন করেছে ৷ আইএসএল ট্রফি দখলে রাখাই নয়, এএফসি কাপের মতো আর্ন্তজাতিক টুর্নামেন্টেও সফল হওয়া লক্ষ্য মেরিনার্সদের ৷ ফলে ডুরান্ড কাপে অংশগ্রহণের পাশাপাশি এএফসি কাপ নিয়ে বাড়তি পরিকল্পনা রয়েছে সবুজ-মেরুনের ৷ সূত্রের খবর, কলকাতা লিগে যে দল খেলছে, ডুরান্ড কাপে সেই ফুটবলারদের খেলতে দেখা যেতে পারে ৷ এমনকি ডার্বিতেও পূর্ণশক্তির সিনিয়র দল না-খেলার ইঙ্গিত আগেই দিয়েছেন মোহনবাগান সচিব ৷

আরও পড়ুন:‘ক্যাচ দেম ইয়ং’, অনুর্ধ্ব-17 সাফজয়ী ভারতীয় দলের দুই ফুটবলার লাল-হলুদে

তেইশ দিনের অনুশীলনে দু’টো প্রতিযোগিতায় নামবে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ কোচ জুয়ান ফেরান্দো জানিয়েছেন, তাঁর দলের ফুটবলাররা প্রত্যেকেই দক্ষ। এবং নিজেদের দিনে যেকোনও প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পারে। ইতিবাচক ভাবনা নিয়ে মরশুম শুরু করতে চান। সেই লক্ষ্যেই শনিবার থেকে কাজ শুরু করবেন। ডুরাণ্ড কাপ এএফসি কাপ কিংবা আইএসএল ট্রফি প্রতিটি টুর্নামেন্টেই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে মেরিনার্সদের জন্য। গত মরসুমে আইএসএল জয়ের পরে সমর্থকদের প্রত্যাশা বেড়েছে। তাদের আশা পূরণে দল নিংড়ে দেবে বলে আশ্বস্ত করছেন সবুজ-মেরুন কোচ।

ABOUT THE AUTHOR

...view details