কলকাতা, 6 ডিসেম্বর: খারাপ সময়ে সমস্যা যেন আরও জড়িয়ে ধরে । মোহনবাগান সুপারজায়ান্টের ঠিক সেটাই হল । 4 ফুটবলারের চোটে এমনিই বেহাল দশা জুয়ান ফেরান্দোর । বুধবার সন্ধ্যায় সেই চোটের তালিকায় যোগ হল হুগো বুমোস, সাহাল আব্দুল সামাদের নাম । শুধু তাই নয় নিজেও লাল কার্ড দেখেন কোচ ৷ ফরাসি মিডফিল্ডার হুগো বুমোস খেলার আগে ওয়ার্মআপ করার সময় চোট পেয়ে ছিটকে যান । তাঁর বদলে আসেন জেসন কামিংস । বিরতির আগে চোট পেয়ে বেরিয়ে যান সাহাল আব্দুল সামাদ । তার পরিবর্তে মাঠে নামা গ্লেন মার্টিন্সও চোট পান দ্বিতীয়ার্ধে । ফলে জয়ের স্বাদ পাওয়া হল না ৷ ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে 2-2 গোলে ম্যাচ ড্র করল ফেরান্দোর ছেলেরা।
আহমেদ জাহুর জোরা গোলে জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল ওড়িশা ৷ তবে দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে সবুজ মেরুণের মুখ রক্ষা করেন আর্মান্দো সাদিকু । এই ড্রয়ের ফলে ছয় ম্যাচে সবুজ মেরুনের ঘরে এখন 16 পয়েন্ট । আইএসএলে জুয়ান ফেরান্দো বনাম সের্জিও লোবেরোর ফুটবল বুদ্ধির লড়াই ছিল এদিনের সেরা আকর্ষণ। সেখানেও ওড়িশা এফসি কোচ লড়াই করেছেন সমানে সমানে । আইএসএলে-এর এই ম্যাচে রয় কৃষ্ণাকে প্রথম একাদশে রাখেননি তিনি ।
এএফসি কাপের জয়ের নায়কের অভাব ঢাকলেন জাহু, দিয়াগো মরিসিও এবং সাই । 31 মিনিটে পেনাল্টি থেকে প্রথমবার বল জালে জড়িয়ে দেন জাহু ৷ বক্সের মধ্যে শুভাশিস বসুর হাতে লাগে বল ৷ পেনাল্টির সুযোগ নিতে কোনও ভুল করেননি জাহু ৷ ওড়িশার হয়ে দ্বিতীয় গোলটিও আসে তাঁর পা থেকেই ৷ মরিসিওর বাড়ানো ব্যাকসেন্টার থেকে হেলায় গোল করে যান তিনি ।
দ্বিতীয়ার্ধেও একই ছবি। ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ওড়িশার হাতেই ৷ ইশাক রালতের পরিবর্তে রয় কৃষ্ণাকে নামিয়ে ছিলেন লোবেরো । গোল অবশ্য় করেননি কৃষ্ণা । কিন্তু প্রতিপক্ষকে চাপে রাখার কাজটা ভালোমতোই করছিলেন তিনি । ওড়িশার জয় যখন প্রায় নিশ্চিত মনে হতে শুরু করেছে ৷ যুবভারতীতে 58 মিনিটের মাথায় ফের উড়ল সবুজ-মেরুন নৌকার পাল ৷ মাথায় বাদ পড়ার খাঁড়া ৷ ডিসেম্বরেই তাঁকে নিয়ে চুড়ান্ত পরিকল্পনা করবে ম্যানেজমেন্ট ৷ এহেন পরিস্থিতিতে বল জালে জড়িয়ে ফের নতুন প্রাণ সঞ্চার করেন সাদিকু ৷ নিশ্চিত হারের আশাঙ্কা অবশ্য় কাটল অতিরিক্ত সময়ে ৷ 93 মিনিটের মাথায় তিনি ফের জালে ঠেলে দেন বল ৷ স্কোরলাইন 2-2 ৷ ব্রাত্য হতে চলা সাদিকুর হাত ধরেই বুধবার 1 পয়েন্ট এল বাগান শিবিরে ৷ যদিও ম্যাচের শেষটা হল বেশ অপ্রীতিকর ৷ 90 মিনিট এমনিতেই নিয়মিত কার্ড দেখাতে হয়েছে রেফারিকে ৷ তার ওপর ম্যাচের শেষে দুই দলের খেলোয়াড়দের বচসার জেরে লালকার্ড দেখানো হয় ওড়িশার মরিসিও এবং বাগান কোচ ফেরান্দোকে ৷
আরও পড়ুন:
- মনবীরের পরে পেত্রাতোসকে নিয়ে আশার আলো, কৃষ্ণা-কাঁটা সরিয়ে আজ বদলা চায় বাগান
- পঞ্চবাণে বিদ্ধ নর্থ-ইস্ট, সবচেয়ে বড় জয়ে আইএসএলে জয়ের সরণিতে ফিরল লাল-হলুদ
- ওড়িশা এফসির ম্যাচে বাগান শিবিরে ফিরতে চলেছেন মনবীর, সময় লাগবে পেত্রাতোসের