পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

AFC Cup 2023: ভুল শুধরে এএফসি কাপে নজর ফেরান্দোর, মোহনবাগানের প্রতিপক্ষ মাচিন্দ্রা এফসি - জুয়ান ফেরান্দো

Mohun Bagan Super Giant vs Machindra FC: বুধবার এএফসি কাপের প্রাথমিক পর্বে নেপালের মাচিন্দ্রা এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ যে ম্যাচের আগে দলের ফিটনেস এবং মনোবল দুই চিন্তার কোচ জুয়ান ফেরান্দোর ৷

AFC Cup 2023 ETV BHARAT
AFC Cup 2023

By

Published : Aug 15, 2023, 9:10 PM IST

ভালো ফুটবলের জন্য বিদেশি প্লেয়ারদের সময় দেওয়ার কথা বললেন মোহনবাগান কোচ

কলকাতা, 15 অগস্ট: ডুরান্ডে ডার্বির ব্যর্থতা ভুলে এবার এএফসি কাপের প্রাথমিক পর্যায়ের ম্যাচে মনোনিবেশ করতে চাইছেন মোহনবাগান সুপার জায়ান্ট কোচ জুয়ান ফেরান্দো ৷ আর প্লেয়ারদের ভালো খেলার বিষয়ে তাঁর মত, কামিন্স, সাদিকুদের সময় দরকার ৷ কোনও দলের উন্নতি দিনের পর দিন ধাপে ধাপে অনুশীলনের মধ্যে দিয়ে হয় ৷ এএফসি কাপে নেপালের মাচিন্দ্রা এফসি-র বিরুদ্ধে খেলতে নামার আগে বললেন মোহনবাগান সুপার জায়ান্ট কোচ জুয়ান ফেরান্দো ৷

তবে, ডুরান্ডে ডার্বি হারের হতাশা এখন দূর হয়নি সমর্থকদের মধ্যে ৷ দলের মধ্যেও হারের রেশ রয়েছে ৷ তবে, ভুল ধরে বসে থাকার চেয়ে, ভুল শুধরে জয়ের রাস্তায় ফিরতে মরিয়া মোহনবাগান শিবির ৷ মঙ্গলবার স্বাধীনতা দিবসের সন্ধ্যায় সবুজ-মেরুন অনুশীলনে সেই চনমনে ভাবটা উধাত্ত । অনেকটা যন্ত্রের মতো অনুশীলন করে চলেছেন ফুটবলাররা ৷ ডার্বির হতাশা কি এখনও গ্রাস করে রয়েছে মোহনবাগানকে ? না কি এ কোনও ঝড়ের ইঙ্গিত ? মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোকে দেখে সর্বদাই নির্লিপ্ত মনে হয় ৷ এখন তার সঙ্গে হতাশা যোগ হয়েছে ৷

এই হতাশা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে বুধবার এএফসি কাপের প্রাথমিক পর্বের ম্যাচে প্রতিপক্ষ মাচিন্দ্রা এফসি-র বিরুদ্ধে একটা বড় জয় ৷ কিন্তু, হাতে সময় কম ৷ ডিফেন্ডার আনোয়ার আলিকে পাশে নিয়ে কোচ জুয়ান ফেরান্দো বলেন, “ডার্বি এখন অতীত ৷ সেই অতীত থেকে বেরিয়ে এসে বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাবছি ৷ ডার্বির পর থেকেই এএফসি কাপ নিয়ে ভাবা শুরু করেছি ৷ অতীত নিয়ে ভেবে কিছু করতে পারব না ৷ ম্যাচের ফলাফল পরিবর্তন করতে পারব না ৷”

পারো এফসিকে হারিয়ে নেপালের মাচিন্দ্রা এফসি কলকাতায় এসেছে ৷ তারা যে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে, তা মেরিনার্সরা বুঝতে পারছে ৷ বুধবার যদি ফের ব্যর্থ হয় দল তাহলে সমালোচনা বাড়বে ৷ বিশেষ করে জেসন কামিন্স আর সাদিকুকে নিয়ে মোহনবাগান সমর্থকরা কথা বলতে শুরু করেছেন ৷ কারণ, ডার্বিতে এই দুইয়ের থেকে প্রত্যাশিত ফুটবল পাওয়া যায়নি ৷ এমন পরিস্থিতিতে বিশ্বকাপারের পাশে দাঁড়িয়েছেন মোহনবাগান কোচ ৷

জুয়ান ফেরান্দো বলেন, “জেসন, আর্মান্দো, ওদের সময় দিতে হবে ৷ গত ম্যাচে কামিন্স খেলেছে 20 মিনিট। অন্য দেশ থেকে এসে এখানে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে ৷ সেই সময়টা দিতে হবে ৷ কথা দিচ্ছি পরবর্তী ম্যাচে জেসনের আরও ভালো খেলা দেখতে পারবেন ৷” তা হলে কি মাচিন্দ্রার বিরুদ্ধে প্রথম থেকেই শুরু করছেন কামিন্স ? প্রশ্নের সরাসরি জবাব মেলেনি ফেরান্দোর কাছ থেকে ৷ মঙ্গলবার অনুশীলনে কামিন্সকে নিয়ে বাড়তি সময় ব্যয় করতে দেখা গেল মোহনবাগান সুপার জায়ান্টের কোচিং ব্রিগেডকে ৷

আরও পড়ুন:'পুলিশে'র ঘেরাটোপ এড়িয়ে জয় ইস্টবেঙ্গলের

আর্ন্তজাতিক টুর্নামেন্টে ভালো ফলকে পাখির চোখ করেছে সবুজ-মেরুন ৷ সেই ভাবনা নিয়েই এবার আরও শক্তিশালী দল গড়েছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট ৷ এ নিয়ে ফেরান্দোর মত, “উনি কর্ণধার হিসাবে সব ট্রফিই জিততে চান ৷ এটাই স্বাভাবিক ৷ আমরা ফোকাস করছি এই ম্যাচটাতে ৷ একই সঙ্গে প্রতিদিন উন্নতি করে লক্ষ্যে পৌঁছতে চাই ৷” ডার্বির পর দলের টেকনিক্যাল ডিরেক্টর আন্তোনিও হাবাসের সঙ্গেও আলোচনায় বসেছিলেন ফেরান্দো ৷ মোহনবাগানের প্রধান সমস্যা যে ফিটনেস তা বোঝা যাচ্ছে ৷ ডার্বির আগে ফেরান্দো বলেছিলেন আরও কিছুটা সময় পেলে ভালো হত ৷

কিন্তু, প্রেক্ষাপট কিছুটা হলেও বদলে গিয়েছে ৷ ডার্বির হারে এতদিনের ফিল গুড আবহে অস্বস্তিকর গরম হাওয়া ঢুকে পড়েছে ৷ এই অবস্থায় সামান্য গণ্ডগোলে বিপরীত হাওয়া মরশুমের শুরুতেই বইতে পারে ৷ তাই খাতায় কলমে এগিয়ে থাকলেও এবারে মাঠে প্রয়োগ দেখতে চাইছে সবাই ৷ ফেরান্দোর সুবিধা 6 জন বিদেশীকে ব্যবহার করতে পারবেন ৷

আরও পড়ুন:ইস্টবেঙ্গল-মোহনবাগান নিয়ে মিউজিক ভিডিয়ো ‘ডার্বি’র জনপ্রিয়তা তুঙ্গে

মাচিন্দ্রা কোচের নাম কিশোর কুমার ৷ ভারতীয় সঙ্গীতের কিংবদন্তী ব্যক্তিত্বের সঙ্গে তাঁর নামের মিল চমকে দিতে পারে ৷ তবে, নেপালি ভাষা ছাড়া সড়গড় নন ৷ দোভাষীর সাহায্য নিয়ে বলেছেন, “মোহনবাগানের স্ট্রাইকাররা খুবই ভালো ৷ আমরা আমাদের রক্ষণ মজবুত করে ওদের আক্রমণ আটকাতে চেষ্টা করব ৷” নেপালের দলটিতে এই মুহূর্তে চোট-আঘাতের কোনও সমস্যা নেই ৷ এই দলে চারজন বিদেশি ফুটবলার রয়েছেন ৷ এছাড়াও একাধিক নেপালের জাতীয় দলে খেলা ফুটবলার রয়েছেন ৷

মাচিন্দ্রার আক্রমণভাগের ফুটবলার বিমল মাগারের মোহনবাগানে খেলে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে ৷ সাংবাদিক সম্মেলনে এসে প্রতিপক্ষ দলের জেসন কামিন্সকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলে জানান মাচিন্দ্রা এফসি-র অধিনায়ক বিশাল শ্রেষ্ঠা ৷ সব মিলিয়ে মঙ্গলে উষা, বুধে সবুজ মেরুন জয়ের রাস্তায় পা ফেলতে পারে কি না সেটাই দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details