কলকাতা, 26 জুলাই: রেফারির দানে মান বাঁচল মোহনবাগান সুপার জায়ান্টের । দুরন্ত গোলে একসময় এগিয়ে গিয়েছিল কালীঘাট এমএস ৷ মোক্ষম সময়ে পেনাল্টি না-পেলে জয়ের হ্যাটট্রিকের পরে বাস্তব রায়ের ছেলেরা মরশুমের প্রথম হারের স্বাদ পেত । ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে কালীঘাট এমএস কোচ পতম বাহাদুর থাপা ম্যাচের সেরা উমের মুত্থারকে পাশে নিয়ে জানিয়ে দিলেন, খারাপ রেফারিংয়ের কারণে তারা জয় থেকে বঞ্চিত । তাদের নিশ্চিত গোল যেমন দেওয়া হয়নি, একইভাবে মোহনবাগানকে পেনাল্টি উপহার দেওয়া হয়েছে । ম্যাচ পরিচালনার এই পক্ষপাতিত্ব ময়দানের তথাকথিত ছোট ক্লাবের লড়াইয়ের অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে ।
এদিন টানা 4 ম্যাচ অপরাজিত থাকা অবস্থায় মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে নেমেছিল কালীঘাট এমএস । বৃষ্টিভেজা মাঠে কালীঘাটই ম্যাচের রাশ তুলে নেয় । বিরতির আগে একাধিক আক্রমণে সবুজ-মেরুন রক্ষণকে বারবার অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন সাহিফ আলি মল্লিক, সুরজিত হালদাররা । সেই টানা আক্রমণের রেশ ধরেই 29 মিনিটে এগিয়ে যায় কালীঘাট । পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন করণচাঁদ মুর্মু । পিছিয়ে পড়ার ধাক্কায় মরিয়া হওয়ার বদলে মেরিনার্সরা ফের ছন্দহীন । মাঝমাঠে খেলা তৈরি না-হওয়াতেই যাবতীয় বিপত্তি । নাওরেম সিং, টাইসেন, শিবাজিতরা গত তিনটে ম্যাচের মত কালীঘাটের বিরুদ্ধে ম্যাচের রাশ ধরতে ব্যর্থ । প্রতিপক্ষের অগোছালো ফুটবলের সুযোগ নিয়ে কালীঘাট কার্যত নাচাল বাগান-ব্রিগেডকে । 44 মিনিটে খেলার গতির বিপরীতে সমতায় ফেরে মোহনবাগান সুপার জায়ান্ট । গোল করতে ভুল করেননি সুহেল ভাট । বিরতির পরে বাস্তব রায় ফারদিন আলি মোল্লাকে নামালেও সামান্য কিছুক্ষণ বাদ দিয়ে ফের বিবর্ণ গঙ্গাপাড়ের ক্লাব ।