পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

MBSG New Jersey: কামিংসের উপস্থিতিতে বাগানের নয়া জার্সি উন্মোচন, অনুরাগীর ডিজাইন করা নকশাই বাছল ম্যানেজমেন্ট - সঞ্জীব গোয়েঙ্কা

New Jursey of Mohun Bagan Super Giant: জার্সি প্রকাশ মোহনবাগান সুপার জায়ান্টের ৷ 2023-24 আইএসএলে এই জার্সি পড়ে নামবে মেরিনার্সরা ৷ নাম প্রকাশ না-করলেও সবুজ-মেরুন রংয়ের নতুন জার্সিটির নকশা এক সমর্থকের বলে জানিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। সমর্থকের নকশা করা জার্সিতে মাঠে নামবেন মেরিনার্সরা

MBSG New Jersey
মোহনবাগান সুপার জায়ান্টের নতুন জার্সি

By

Published : Jul 25, 2023, 7:08 PM IST

Updated : Jul 25, 2023, 8:49 PM IST

জার্সি প্রকাশ নিয়ে সঞ্জীব গোয়েঙ্কার বক্তব্য

কলকাতা, 25 জুলাই:সামনে এল মোহনবাগান সুপার জায়ান্টের নতুন মরশুমের জার্সি। দলের নবাগত দুই ফুটবলার অনিরুদ্ধ থাপা এবং জেসন কামিংস নিয়ে নতুন জার্সির উদ্বোধন করলেন আরপিএসজি গ্রুপের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। নতুন জার্সি কোনও ডিজাইনারের মস্তিষ্কপ্রসূত নয়। সমর্থকদের মধ্যে থেকে জমা পড়া প্রায় পাঁচ হাজার নকশার মধ্যে এই নকশার জার্সিটি বেছে নেওয়া হয়েছে। নাম প্রকাশ না-করলেও সবুজ-মেরুন রংয়ের নতুন জার্সিটির নকশা এক সমর্থক করেছেন বলে জানিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা।

2022-23 আইএসএল চ‍্যাম্পিয়ন হয় মোহনবাগান। চ‍্যাম্পিয়ন হওয়ার রাতেই কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা জানিয়ে দিয়েছিলেন আসন্ন মরশুমে এটিকে মোহনবাগান নয়, মোহনবাগান সুপার জায়ান্ট নামে খেলবে মেরিনার্সরা। সেই ঘোষণার রেশ ধরেই লোগো নতুন করে সামনে নিয়ে আসা হয়েছিল।এবার জার্সি প্রকাশ হল। সঞ্জীব গোয়েঙ্কা এদিন বলেন, "সমর্থকরাই এই জার্সির নকশা করেছেন। পাঁচ হাজার জন জার্সির নকশা জমা দিয়েছিলেন। সেখান থেকেই একটি বেছে নেওয়া হয়েছে। জার্সির মধ্যে ফুটে ওঠে একতার প্রতীক। খেলোয়াড় ও আবেগপ্রবণ সমর্থকরা মোহনবাগান সুপার জায়ান্ট পরিবারের অংশ। তাঁদের মধ্যে গড়ে উঠবে শক্তিশালী বন্ধন। একসঙ্গে মিলে আমরা শ্রেষ্ঠত্ব অর্জনের এই যাত্রাকে অব্যাহত রাখব।"

কামিংসের উপস্থিতিতে বাগানের নয়া জার্সি উন্মোচন

আরও পড়ুন:আল-হিলালের প্রস্তাবে মশকরা এনবিএ তারকার, পোস্ট শেয়ার করে অট্টহাসি এমবাপের

আসন্ন মরশুম নিয়ে বেশ আশাবাদী গোয়েঙ্কা। তিনি মনে করেন প্রতিটি টুর্নামেন্ট তাঁদের কাছে সমান গুরুত্বপূর্ণ। আইএসএল, ডুরান্ড কাপের সঙ্গে এএফসি কাপেও সেরা পারফরম্যান্স মেলে ধরবে সবুজ-মেরুন দল। "আমি মনে করি এই লিগে সব থেকে শক্তিশালী দল মোহনবাগানের। দলে খুব ভালো মিডফিল্ডার এবং স্ট্রাইকার রয়েছেন। ভালো গোলরক্ষকও রয়েছেন। আশা করব মাঠে নেমে তাঁরা দল হিসাবে নিজেদের উজাড় করে দিতে পারবে। দলে একজন ভালো মানের কোচ রয়েছেন," আশাবাদী সুর গোয়েঙ্কার গলায়।

তবে ডুরান্ড কাপে রিজার্ভ দল না, সিনিয়র দল খেলবে তা নিয়ে সরাসরি মন্তব্য করেননি। পুরোটাই কোচের ওপর ছাড়তে চান। একইসঙ্গে বলেছেন ঘরোয়া কিংবা আর্ন্তজাতিক মঞ্চ, সব জায়গাতেই সেরা হওয়াই লক্ষ্য থাকবে সবুজ-মেরুনের। ফ্লোরেন্তিন পোগবা দলের অনুশীলনে যোগ দিয়েছেন। গত মরশুমের মাঝপথে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবেই তাঁর প্রত্যাবর্তন অবাক করেছে। গোয়েঙ্কা বলছেন দলের প্রতিটি ফুটবলারই তাঁদের পরিকল্পনার অঙ্গ।

আরও পড়ুন:কুয়াদ্রাতের সামনে ছন্দহীন লাল-হলুদ, শেষবেলায় গোল খেয়ে জয়ের হ্যাটট্রিক হাতছাড়া

Last Updated : Jul 25, 2023, 8:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details