কলকাতা, 25 জুলাই:সামনে এল মোহনবাগান সুপার জায়ান্টের নতুন মরশুমের জার্সি। দলের নবাগত দুই ফুটবলার অনিরুদ্ধ থাপা এবং জেসন কামিংস নিয়ে নতুন জার্সির উদ্বোধন করলেন আরপিএসজি গ্রুপের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। নতুন জার্সি কোনও ডিজাইনারের মস্তিষ্কপ্রসূত নয়। সমর্থকদের মধ্যে থেকে জমা পড়া প্রায় পাঁচ হাজার নকশার মধ্যে এই নকশার জার্সিটি বেছে নেওয়া হয়েছে। নাম প্রকাশ না-করলেও সবুজ-মেরুন রংয়ের নতুন জার্সিটির নকশা এক সমর্থক করেছেন বলে জানিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা।
2022-23 আইএসএল চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। চ্যাম্পিয়ন হওয়ার রাতেই কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা জানিয়ে দিয়েছিলেন আসন্ন মরশুমে এটিকে মোহনবাগান নয়, মোহনবাগান সুপার জায়ান্ট নামে খেলবে মেরিনার্সরা। সেই ঘোষণার রেশ ধরেই লোগো নতুন করে সামনে নিয়ে আসা হয়েছিল।এবার জার্সি প্রকাশ হল। সঞ্জীব গোয়েঙ্কা এদিন বলেন, "সমর্থকরাই এই জার্সির নকশা করেছেন। পাঁচ হাজার জন জার্সির নকশা জমা দিয়েছিলেন। সেখান থেকেই একটি বেছে নেওয়া হয়েছে। জার্সির মধ্যে ফুটে ওঠে একতার প্রতীক। খেলোয়াড় ও আবেগপ্রবণ সমর্থকরা মোহনবাগান সুপার জায়ান্ট পরিবারের অংশ। তাঁদের মধ্যে গড়ে উঠবে শক্তিশালী বন্ধন। একসঙ্গে মিলে আমরা শ্রেষ্ঠত্ব অর্জনের এই যাত্রাকে অব্যাহত রাখব।"
আরও পড়ুন:আল-হিলালের প্রস্তাবে মশকরা এনবিএ তারকার, পোস্ট শেয়ার করে অট্টহাসি এমবাপের