কলকাতা, 5 অগস্ট: মোহনবাগানের নতুন তারার নাম সুহেল আহমেদ ভাট । অনেক তারার ভিড়ে হারিয়ে যাওয়ার জন্য কাশ্মীরি যুবা আসেননি । নিজেকে যত্ন করতে পারলে স্বপ্ন দেখাতে পারবেন । কলকাতা লিগ এবং ডুরান্ড কাপের ম্যাচ মিলিয়ে সুহেলের নামের পাশে ইতিমধ্যে 9 গোল লেখা হয়ে গিয়েছে । মাস্তান আহমেদের হাত ধরে ভারতীয় ফুটবলে কাশ্মীরি ফুটবলারদের যে ঢল নেমেছিল, সেই ধারায় নতুন সংযোজন সুনীল ছেত্রী এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্তটি । গোল করে তাঁর উদযাপনে রোনাল্ডোর ছোঁয়া রয়েছে । যা মোহনবাগানের জয়ের ক্যানভাসে মিষ্টি ছবি ।
দল কতটা মজবুত তা কঠিন দিনে বোঝা যায় । শনিবার মোহনবাগান মাঠে বাস্তব রায়ের ছেলেরা সেটাই করে দেখালেন । ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে জয় আসলেও হারের শঙ্কাই ছিল প্রবল । সেখানেই অপ্রতিরোধ্য মোহনবাগান । সৌজন্যে নাওরেম এবং সুহেল ভাট । ডুরান্ড কাপের প্রথম ম্যাচের পর কলকাতা লিগেও জয়ের ধারা অব্যহত রাখল সবুজ-মেরুন ব্রিগেড । ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টসকে 2-0 গোলে হারাল মেরিনার্সরা ।
প্রথমার্ধে নয়, বিরতির পরে ম্যাচে দাপট বেশি ছিল শ্যামনগরের দলের । গোলের অসংখ্য সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি তারা । এমন সব গোল অ্যালোসিয়াস, রাহুলরা নষ্ট করেছেন তা চোখে না-দেখলে বিশ্বাস করা শক্ত । তার ফলেই পরাজয়ের জ্বালা ভোগ করতে হল ইউনাইটেডকে । তারক হেমব্রম, অ্যালোসিয়াসরা গোলের সামনে এসে বারবার খেই হারিয়ে ফেলছিলেন । পরপর ম্যাচ খেলায় কিছুটা হলেও ক্লান্ত লাগছিল ফারদিন আলি মোল্লা, সুমিত রাঠিদের । রক্ষণেও বেশ কয়েকবার কিছুটা ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছিল । তবে তার ফায়দা নিতে পারেননি ইউনাইটেড স্পোর্টসের ছেলেরা । সারা ম্যাচে 24টি শট নিলেও একটাও জালে জড়ায়নি । কিছুক্ষেত্রে একেবারে সহজ সুযোগও মিস হয়েছে । অন্যদিকে দু’টি সুযোগ পেয়েই সেখান থেকে কাঙ্খিত গোল তুলে নিয়েছে মোহনবাগান ।