কলকাতা, 29 জুলাই: সামনে ডুরান্ড কাপ এবং কলকাতা লিগ এএফসি কাপের খেলা । তারপরই আইএসএল । গত মরশুমের মত এবারও যাতে খালি হাতে ফিরতে না হয় সেদিকে সদাসতর্ক এটিকে মোহনবাগান (ATKMB Practice) । বৃহস্পতিবার সকালেই কলকাতা এসে পৌঁছে গিয়েছিলেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো । আর বুধবার গভীর রাতে এসে পৌঁছেছিলেন হুগো বুমোস । বৃহস্পতিবার বিকেলের দিকে মোহনবাগান মাঠে চলে আসেন দু'জনেই । আর শুক্রবার মোহনবাগান দিবসের দিনে অনুশীলনে নেমে পড়েছেন এটিকে মোহনবাগান ফুটবলাররা । অনুশীলনে দেখা গিয়েছে প্রীতম কোটাল, প্রণয় হালদার, লিস্টন কোলাসোদের ।
তবে প্রথম দিনের অনুশীলন তাই শুক্রবার পুরোদমে অনুশীলন শুরু করেনি সবুজ-মেরুন । হালকা গা ঘামিয়ে জিম করতে চলে যান প্রীতমরা । শনিবার বিকেল থেকে পুরোদমে অনুশীলন শুরু করে দেবে এটিকে মোহনবাগান । ডুরান্ড কাপ দিয়েই মরশুম শুরু করার কথা এটিকে মোহনবাগানের । এরপর তারা এএফসি কাপে অংশ নেবে । সঙ্গে রয়েছে কলকাতা লিগও । তবে এবারের ডুরান্ড কাপ যে স্পেশাল তা শহরে পা দিয়ে জানিয়েছেন জুয়ান । তিনি বলেন, "গত মরশুমে ডুরান্ড খেলেছি এফসি গোয়ার হয়ে । প্রচুর মানুষ খেলা দেখতে আসেন । এই টুর্নামেন্টের দারুণ ঐতিহ্য রয়েছে । সমস্ত ম্যাচই খুব গুরুত্বপূর্ণ ।"