পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 9:50 PM IST

ETV Bharat / sports

Ashique Kuruniyan ACL Injury: লিগামেন্ট ছিঁড়ল আশিকের, 'ক্ষুব্ধ' মোহনবাগান এশিয়াডে ফুটবলার পাঠাতে নারাজ

জাতীয় দলের প্রতি গুরুতর অভিযোগ মোহনবাগানের ৷ সবুজ-মেরুনের দাবি, কিংস কাপে চোট পাওয়া আশিক কুরুনিয়েনের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়নি জাতীয় দলের তরফে ৷ যারপরনাই বেজায় ক্ষুব্ধ মোহনবাগান ম্যানেজমেন্ট আসন্ন এশিয়াডের জন্য জাতীয় দলে ফুটবলার পাঠাতে নারাজ ৷

Etv Bharat
লিগামেন্ট ছিঁড়ল আশিক কুরুনিয়ানের

কলকাতা, 12 সেপ্টেম্বর: আশঙ্কাই সত্যি হল ৷ কিংস কাপে খেলতে গিয়ে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (ACL) ছিঁড়ল মোহনবাগানের লেফট-ব্যাক আশিক কুরুনিয়ানের ৷ ঘটনায় বেজায় ক্ষুব্ধ মোহনবাগান সুপার এশিয়াডের জন্য ফুটবলার ছাড়তে নারাজ ৷ সবমিলিয়ে কলকাতা জায়ান্ট এবং ফেডারেশনের মধ্যে শুরু হয়েছে ঠান্ডা লড়াই ৷ এই ইস্যুতে জাতীয় দলের প্রতি গুরুতর অভিযোগও আনা হয়েছে বাগানের তরফে ৷ তাদের দাবি, শুরুতে আশিকের চোট গুরুত্ব সহকারে দেখা হয়নি ৷ যারপরনাই জাতীয় দলের ফিজিও'র প্রতি বেজায় ক্ষুব্ধ মোহনবাগান ম্যানেজমেন্ট ৷

সংবাদ সংস্থা পিটিআই'কে মোহনবাগান সুপার জায়ান্টের এক আধিকারিক বলেন, "পাঁচদিন ধরে আশিক কুরুনিয়ানের চোট নিয়ে অবহেলা করা হয়েছে, এমনকী দলের তরফে এমআরআই'য়ের কোনওরকম বন্দোবস্ত করা হয়নি ৷ এটা জাতীয় দলের তরফে কোনওভাবেই কাম্য নয় ৷ সময়মতো এমআরআই করা হলে দ্রুত ফিজিওথেরাপির ব্যবস্থা করা যেত ৷ সেক্ষেত্রে চোটের ভয়াবহতা কমানো যেত ৷ এই বিষয়টির উপর আলোকপাত করে এশিয়াডের জন্য ফুটবলার ছাড়ার বিষয়টি আমরা বিবেচনা করব ৷"

আশিকের চোট দীর্ঘমেয়াদী হলে ফেডারেশনের থেকে ক্ষতিপূরণের দাবিও তাঁরা করবেন বলে জানিয়েছেন ওই আধিকারিক ৷ উল্লেখ্য, হ্যাংঝাউ এশিয়ান গেমসের জন্য 22 সদস্যের ঘোষিত স্কোয়াডে বাগানের দুই ফুটবলার লিস্টন কোলাসো, আশিস রাই রয়েছেন ৷ শিয়রে আইএসএল ৷ তার আগে দেশের স্বার্থে লিগের সবক'টি দলের কাছে ফুটবলার ছাড়ার আবেদন করা হয়েছে ৷ কিন্তু 26 বছর বয়সি লেফট-ব্যাকের চোটের পর জাতীয় দলে মোহনবাগানের ফুটবলার ছাড়া নিয়ে তৈরি হল বড়সড় প্রশ্নচিহ্ন ৷ শোনা যাচ্ছে বেঙ্গালুরু এফসি তাদের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুকেও ছাড়তে নারাজ এশিয়াডের জন্য ৷

আরও পড়ুন:ভারতীয় দল বাছাইয়ে জ্যোতিষের পরামর্শ ! ইগর স্টিম্যাচের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

এদিকে হাতে মাত্র এক সপ্তাহ সময় ৷ আগামী 19 সেপ্টেম্বর আয়োজক চিনের বিরুদ্ধে এশিয়াডে অভিযান শুরু করবে ইগর স্টিম্যাচের দল ৷ ওইদিনই আবার এএফসি কাপে প্রথম ম্যাচ সবুজ-মেরুনের ৷ পরবর্তীতে 21 এবং 24 সেপ্টেম্বর গ্রুপ লিগে বাংলাদেশ এবং মায়ানমারের বিরুদ্ধে খেলবে ভারত ৷ আইএসএলে জুয়ান ফেরান্দোর দল 23 সেপ্টেম্বর পঞ্জাব এফসি'র বিরুদ্ধে অভিযান শুরু করবে ৷

(পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details