কলকাতা, 20 অগস্ট: মিস পাসের ফুলঝুড়ি, গোল মিসের বন্যা ৷ সবমিলিয়ে ডুরান্ড অভিযানের শুরুটা সুখকর হল না মোহনবাগানের ৷ দু'বার এগিয়ে গিয়েও অনামী রাজস্থান ইউনাইটেডের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করলেন ফ্লোরেন্তিন পোগবা, হুগো বুমোসরা (Rajasthan United beat Mohun Bagan) ৷
কার্যত স্ট্রাইকারদের বাউন্ডুলে আচরণে মরশুমের প্রথম ম্যাচেই পরাজিত মোহনবাগান । ডুরান্ড কাপের প্রথম ম্যাচের স্কোরলাইন, রাজস্থান ইউনাইটেড 3 এটিকে মোহনবাগান 2 । বেকতুর, লালরেমসাঙ্গা, গ্যামার নিকুম্ভ রাজস্থানের জয়ের চিত্রনাট্যের লেখক । সবুজ মেরুনের হয়ে গোল করেছেন কিয়ান নাসিরি, আশিক কুরুনিয়ান ।
মোহনবাগানের গ্রুপে রয়েছে রাজস্থান ইউনাইটেড, ইন্ডিয়ান নেভি, মুম্বই সিটি এফসি । এককথায় 'গ্রুপ অব ডেথ' । সেটা যে মিথ্যে নয় তা শনিবার সন্ধ্যার স্কোরবোর্ডে প্রমাণিত । অজানা প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে সতর্ক থাকার কথা বলেছিলেন জুয়ান ফেরান্দো । কিন্তু হেডস্যরের সতর্কতা কানে তোলেনি দলের ফুটবলাররা । গত আই লিগে ছ'নম্বর স্থানে শেষ করা রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে শুরুটা একপেশেভাবে করেছিল সবুজ-মেরুন । প্রথম আধঘণ্টায় খেলাটা কার্যত মাঠের একটি অর্ধেই হচ্ছিল । বল ঘুরছিল রাজস্থান ইউনাইটেডের ডিফেন্ডার এবং গোলরক্ষকের মধ্যে । যা দেখে মনে হচ্ছিল গোলের লকগেট ভেঙে পড়া কার্যত সময়ের অপেক্ষা । কিন্তু সময় যত এগিয়েছে, প্রতিআক্রমণ নির্ভর ফুটবলে ভর দিয়ে রাজস্থান ইউনাইটেড লড়াই চালিয়ে গিয়েছে ।