কলকাতা, 25 সেপ্টেম্বর: একজন ফিনল্যান্ড তো অন্যজন গিনি ৷ কলকাতার দুর্গাপুজোর সঙ্গে এতোদিন হয়তো দূর-দূরান্ত পর্যন্ত কোনও সম্পর্ক ছিল না জনি কাউকো এবং ফ্লোরেন্তিন পোগবার ৷ তবে রবিবারের সকালটা একটু অন্যরকম বাগানের দুই বিদেশি ফুটবলারের কাছে ৷ পাঞ্জাবি পরে শহর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো সুরুচি সংঘে জমিয়ে ঢাক বাজালেন দু'জনেই ৷ বিশ্বের দরবারে কলকাতার দুর্গাপুজোকে ইউনেসকো'র স্বীকৃতির এ যেন এক উজ্জ্বল বিজ্ঞাপন দেখা গেল নিউ আলিপুরের পুজোয় ৷
বাগানের দুই ফুটবলারের সঙ্গে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকেও (Aroop Biswas) দেখা গেল ঢাক বাজাতে। এদিন সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করা হয় এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) তরফে। সেখানে পাঞ্জাবি পরে দারুণ খুশি দুই বিদেশি ফুটবলার ভাগ করে নিচ্ছেন তাঁদের অভিজ্ঞতা ৷ ভারতীয় সাজে দারুণ লাগছেও কাউকোকে। সবমিলিয়ে আইএসএলের প্রাক্কালে পুজো-পুজো হাওয়া বাগানের অন্দরমহলে ৷
69 তম বর্ষে পদার্পণ করল সুরুচি সংঘের পুজো। 'একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে'-করোনা পরবর্তী সময়ে নতুন করে পৃথিবী গড়ে তোলার ভাবনা এবার সুরুচি সংঘের পুজো উদ্যোক্তাদের। কলকাতার দুর্গাপুজো পেয়েছে ইউনেসকোর হেরিটেজ সম্মান। সব মিলিয়ে করোনার আবহ কাটিয়ে স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছে বিশ্ব। ডুরান্ড কাপের (Durand Cup) পর কলকাতা লিগে খেলছে না এটিকে মোহনবাগান। ফলে পুজোর আগে সময় রয়েছে ফুটবলারদের হাতে।