পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISL 2023: চেন্নাইয়িনকে সমীহ করলেও জয়ের অভ্যাস ধরে রাখাই চ্যালেঞ্জ বাগান কোচের - জয়ের অভ্যাস ধরে রাখাই চ্যালেঞ্জ বাগান কোচের

জয়ের অভ্যাস বজায় রাখতেই এখন মরিয়া বাগান ৷ কোচ জুয়ান ফেরান্দো জানান, প্রতিটি ম্যাচেই নিজেদের সেরাটা উজার করে দিতে চান তাঁরা ৷ তবে আত্মতুষ্ট নন ৷

Ferrando on Chennaiyin FC
জয়ের অভ্যাস ধরে রাখতে চান বাগান কোচ

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 3:59 PM IST

Updated : Oct 6, 2023, 11:02 PM IST

জয়ের অভ্যাস ধরে রাখতে চান ফেরান্দো

কলকাতা, 6 অক্টোবর:জয়ের অভ্যাস বজায় রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টের জন্য। শনিবার আইএসএলের ম্যাচে তাদের মুখোমুখি হতে চলেছে চেন্নাইয়িন এফসি ৷ আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচে খেলতে নামার আগে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার ওপর জোর দিচ্ছেন কোচ জুয়ান ফেরান্দো ।

শহর ছাড়ার আগে অনিরুদ্ধ থাপাকে পাশে নিয়ে সবুজ-মেরুন হেডস্যর বলেন, "প্রতিটি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ । জয়ের অভ্যাসটা ধরে রাখাই আসল লক্ষ্য । প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি ঘরের মাঠে নিশ্চিতভাবে জয়ের জন্য ঝাঁপাবে । মরশুমের শুরু থেকে আমাদের ঘনঘন ম্যাচ খেলতে হচ্ছে । আইএসএলের মধ্যেই এএফসি কাপে কঠিন প্রতিপক্ষকে সামলাতে সেরাটা দিতে হচ্ছে । এই প্রথমবার আইএসএলে দল বাইরের মাঠে খেলবে । প্রতিপক্ষ কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে । এর আগে ভুবনেশ্বরের মাঠে ওড়িশার বিরুদ্ধে জয় এসেছিল, সেই চেষ্টা চেন্নাইয়িনের বিরুদ্ধেও থাকবে ।"

এখনও পর্যন্ত 12টি ম্যাচ খেলেছে বাগান ৷ তার মধ্যে 11টি ম্যাচে অপরাজিত দল । ডুরান্ড ডার্বির প্রথম ম্যাচে পরাজয় ছাড়া বাকি সব ম্যাচেই হুগো বুমোস, পেত্রাতোস, কামিংসরা অশ্বমেধের ঘোড়ার মতই দৌড়চ্ছেন । প্রতিপক্ষ চাপ বাড়ালেও সবুজ-মেরুন ব্রিগেড নৈপুন্যে ভর দিয়ে দিনের শেষে ম্যাচ নিজেদের দখলে নিয়ে যাচ্ছে ।

জুয়ান ফেরান্দোর মতে, তাঁরা মোটেই আত্মতুষ্ট নন । বরং আরও উন্নতির চেষ্টায় ব্যস্ত । তবে ফুটবলারদের শারীরিক ক্লান্তির চেয়ে মানসিক ক্লান্তি নিয়েই তাঁর চিন্তা বেশি । একইভাবে ঘনঘন ম্যাচ খেলার ফলে দলের ভুলত্রুটি শোধরানোর সুযোগও মিলছে না বেশি ৷ ঠিক এমনটাই অভিযোগ করছেন তিনি ।

আরও পড়ুন:আরও দু’বছর বাড়ল চুক্তি, সুনীলদের হেডস্যর স্টিমাচই

সামনে বেশ কিছুদিন আইএসএলের খেলা বন্ধ ঠিকই কিন্তু দলের ভুলত্রুটি শুধরে নেওয়ার জন্য সব ফুটবলারদের তিনি পাবেন না । কারণ জাতীয় দলের জন্য তাঁদের ছাড়তে হবে । তবে আপাতত পাখির চোখ চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে জয় তুলে নিয়ে আসা । কোচের পাশাপাশি আত্মবিশ্বাসী অনিরুদ্ধ থাপাও ৷ তিনি জানান, তিনি এখন মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলার । কোচ তাঁকে যে দায়িত্ব দেবেন তা মাঠে মেলে ধরাই তাঁর একমাত্র লক্ষ্য । একজন পেশাদার ফুটবলার হিসেবে প্রাক্তন দলের বিরুদ্ধে তাঁর কোনও আবেগ নেই ।

Last Updated : Oct 6, 2023, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details