পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Juan Ferrando: ডার্বিতে গোল করার আনন্দ ভুলে মিশন মুম্বইয়ে মনোযোগ ফেরান্দোর - জুয়ান ফেরান্দো

ডার্বি জয় অতীত ৷ সামনেই প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি (Mumbai City FC) ৷ আপাতত সেদিকেই মনোনিবেশ করছেন মোহনবাগান (Mohun Bagan) কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)।

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 30, 2022, 8:13 PM IST

Updated : Oct 30, 2022, 8:25 PM IST

কলকাতা, 30 অক্টোবর: মিশন ডার্বি শেষ ৷ এবার সামনে মুম্বই সিটি এফসি (Mumbai City FC) ৷ নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে খেলার আগে মুখিয়ে রয়েছেন হুগো বুমোস ৷ ডার্বিতে গোল করে এবং করিয়ে ম্যাচের সেরা তিনি ৷ 62 হাজার দর্শকের সামনে গোল করার অভিজ্ঞতা নতুন ৷ যা তিনি উপভোগ করছেন ৷ ডার্বির সেরার পুরস্কার সবুজ-মেরুন সমর্থকদের উৎসর্গ করেছেন তিনি ৷ আপাতত একটা দিন বিশ্রাম এবং আনন্দ ফুর্তি করে মুম্বই ম্যাচের প্রস্তুতিতে নামার কথা জানিয়েছেন ৷

ডার্বিতে সাতে সাত এটিকে মোহনবাগানের (Mohun Bagan) ৷ শনিবার ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা সাতবার ডার্বি জয় বাগানের ৷ আর এই জয়ের ফলে আপ্লুত মোহনবাগানের হেডস‍্যর জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। তবে এই জয় নিয়ে বেশি ভাবতে রাজি নন তিনি ৷ বরং এখন 'ফোকাসে' শুধুই মুম্বই সিটি এফসি ৷

আরও পড়ুন:ডার্বিতে মোহনবাগানের প্রশংসায় উচ্ছ্বসিত মহারাজ

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জুয়ান বলেছেন, "আমরা পেশাদার ৷ ডার্বি জিতে আমরা খুশি ৷ তবে, এই জয় নিয়ে বেশি ভাবলে চলবে না ৷ আজকের দিনটা আমাদের সমর্থকদের জন্য ছিল ৷ আমাদের এবার পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে ৷ তিন সপ্তাহ আগে, আমরা সবথেকে খারাপ দল ছিলাম না ৷ আর এখন আমরা সবথেকে ভালো দল নই ৷ আমাদের কাছে গুরুত্বপূর্ণ হল, শান্ত থাকা এবং এগিয়ে যাওয়া ৷ রবিবার থেকে আমরা মুম্বই ম্যাচের জন্য প্রস্তুত হব ৷"

চলতি আইএসএলে (ISL) প্রথম ক্লিন শিট ৷ এই নিয়ে ফেরান্দো বলেছেন, "আমার প্রয়োজন ছিল তিন পয়েন্ট ৷ ক্লিন শিট গুরুত্বহীন, তিন পয়েন্টই আসল ৷ এই মরশুমে গুরুত্বপূর্ণ হল, কত পয়েন্ট পেলেন, সেটা ৷ কটা ক্লিন শিট হল, সেটা গুরুত্বপূর্ণ নয় ৷ ক্লিন শিট ব্যক্তিগত পুরস্কার ৷ আমার আর আমার দলের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হল প্রতি ম্যাচে তিন পয়েন্ট পাওয়া ৷"

Last Updated : Oct 30, 2022, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details