কলকাতা, 23 সেপ্টেম্বর:দশ ম্যাচে একটি হার । ট্রফি সংখ্যা এক । সবে বল গড়ানো শুরু হয়েছে মরশুমে। কিন্তু মোহনবাগান সুপারজায়ান্ট প্রতিপক্ষের উপর স্টিম রোলার চালাতে শুরু করেছে শুরু থেকেই। আইএসএলের প্রথম ম্যাচে পঞ্জাব এফসিকে 3-1 গোলে উড়িয়ে জুয়ান ফেরান্দোর ছেলেরা বোঝালেন কেন তাঁরা হট ফেভারিট । মোহনবাগানের হয়ে গোল করলেন আক্রমণের জোড়া ফলা জেসন কামিংস এবং দিমিত্রি পেত্রাতোস, তৃতীয়টি পরিবর্ত মনবীরের ৷ পঞ্জাব এফসি'র হয়ে একমাত্র গোল লুকা মাসেনের।
ওড়িশা এফসি বনাম চেন্নাইয়িন এফসির খেলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কারণে দেরিতে শেষ হওয়ায় কলকাতায় মোহনবাগান সুপারজায়ান্ট এবং পঞ্জাব এফসির খেলা 35 মিনিট দেরিতে শুরু হয় । ফলে স্টেডিয়াম ফেরত দর্শকদের জন্য অতিরিক্ত দুটো মেট্রো চালালেও তার সম্পূর্ণ ফায়দা পাওয়া যায়নি। সবুজ মেরুন সমর্থকরা প্রতি ম্যাচের মত টিফো নিয়ে এসেছিলেন । টিফোর বিষয়বস্তুতে অভিনবত্ব । মারাদোনা-পেলে থেকে সাম্প্রতিক অতীতের প্রয়াত ক্রীড়া ব্যক্তিত্ব সমর্থক এবং সংবাদমাধ্যমের ব্যক্তিত্বরা জায়গা পেয়েছেন টিফোর বিষয় ভাবনায় । আইএসএলে প্রথমবার খেলতে এসে পঞ্জাব এফসি'র পারফরম্যান্স অপরিণত । আইএসএলের মানে উন্নীত হতে সময় দরকার আরও কিছুটা।
বাগান গ্যালারিতে সমর্থকদের টিফো প্রথম কয়েকমিনিট প্রতিপক্ষকে দ্রুত বুঝে নিয়ে চাপ বাড়াতে থাকে মোহনবাগান সুপারজায়ান্ট । হুগো বুমোস এবং সাদিকুকে বাইরে রেখে একাদশ সাজিয়েছিলেন জুয়ান ফেরান্দো । রক্ষণ সাজিয়েছিলেন হ্যামিল, হেক্টর, আনোয়ার, শুভাশিসকে দিয়ে। আক্রমণে পেত্রাতোস এবং কামিংসের বোঝাপড়ায় পঞ্জাব এফসি'র দুর্গে ফাটল ধরাতে মাত্র 10 মিনিট সময় নেয় বাগান। আশিস রাইয়ের থেকে বল নিয়ে সাহাল আব্দুল সামাদ সেটি কামিংসকে বাড়িয়ে দেন ৷ বল পেয়েই গোল করতে ভুল করেননি সাহাল আব্দুল সামাদ ।শুধুই মোহনবাগান সুপারজায়ান্ট । তাদের পাসিং ফুটবলের সামনে পঞ্জাব এফসি নড়বড় করতে থাকে । 35 মিনিটে দ্বিতীয় গোল সবুজ মেরুনের ।
আরও পড়ুন:আইএসএলে ঘরের মাঠে প্রতিটি ম্যাচই ফাইনাল, মন্তব্য জুয়ান ফেরান্দোর
এবার কামিংস-লিস্টন-পেত্রাতোসের ত্রিফলায় বিদ্ধ পঞ্জাব । গোল করতে ভুল করেননি পেত্রাতোস । বিরতির পরে সবুজ-মেরুন আধিপত্যের ছবি অব্যাহত । তবে 53 মিনিটে গ্লেন মার্টিন্সের ব্যাক পাস থেকে ব্যবধান কমান পঞ্জাবের লুকা মাসেন । এই একটি ভুল ছাড়া মোহনবাগান মাঝমাঠ এবং রক্ষণভাগ নিশ্ছিদ্র। 64 মিনিটে পেত্রাতোসের পাস পরিবর্ত হিসেবে নামা মনবীর সিংয়ের গোল । বুধবার বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে নামবে মোহনবাগান সুপারজায়ান্ট । তার আগে পরিবর্ত হিসেবে সাদিকু এবং বুমোসকে নামিয়ে দেখে নিলেন জুয়ান ফেরান্দো । প্রথম ধাপ 3-1 গোলে পেরিয়ে দ্বিতীয় লক্ষ্যে চোখ সবুজ মেরুনের ।