পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

AFC Cup 2023: পেনাল্টি ‘মিস’ করা কামিংসই হিরো, শেষ মুহূর্তের গোলে মাজিয়া ‘বধ’ বাগানের

জেসন কামিংসের গোলে 2-1 ফলাফলে ম্যাচ জিতে নিল সবুজ-মেরুন ৷ সহজ পেনাল্টি মিস করে হয়তো ম্যাচের খল নায়কই হয়ে উঠতেন এই অজি খেলোয়াড় ৷ কিন্তু শেষ মিনিটে বদলে গেল সব হিসাব ৷

Mohunbagan Beats Maziya
মাজিয়াকে হারিয়ে জয় তুলল সবুজ মেরুণ

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 9:34 PM IST

Updated : Oct 2, 2023, 11:06 PM IST

কলকাতা, 2 অক্টোবর: শেষ মিনিটের নাটক বোধহয় একেই বলে ৷ মোহনবাগানের পালতোলা নৌকা হয়তো ডুবেই যেত মাঝদরিয়ায় ৷ ত্রাতা হয়ে এগিয়ে এলেন সেই জেসন কামিংস ৷ 28 মিনিটে হুগো বুমোসের পাস থেকে গোল করে এগিয়ে দিয়েছিলেন সবুজ-মেরুনকে ৷ কিন্তু 34 মিনিটের মাথায় হামজার পাস থেকে বক্সের বাইরে দুরন্ত শটে মাজিয়াকে সমতায় ফেরান ওয়াদা । তখন থেকে নির্ধারিত সময় শেষ হওয়া পর্যন্ত ফলাফল ছিল 1-1 ৷ তবে অতিরিক্ত সময়ে স্বপ্নপূরণ করল মোহনবাগান ৷ জেসন কামিংসের গোলে 2-1 ফলাফলে ম্যাচ জিতে নিল সবুজ-মেরুন ৷

কিন্তু দ্বিতীয়বার মাজিয়ার জালে বল জড়িয়ে দিতে দিতে না পারলে এই কামিংসই হয়তো খলনায়ক হয়ে উঠতেন ৷ কয়েক মিনিট আগেই আগেই তিনি মিস করেছিলেন সহজ পেনাল্টি ৷ প্লেসিং কিংবা গোলার মত শটে গোল নয় ৷ পেনাল্টি থেকেও যে পাসের মায়াজাল দিয়ে গোল করা যায় তা একাধিকবার প্রমাণ করেছেন লিওনেল মেসি ৷ লা লিগায় বার্সেলোনার জার্সিতে কখনও সুয়ারেজ কখনও ফেব্রাগাসকে দিয়ে এভাবেই গোল করিয়েছেন । কিন্তু তার জন্য় চাই প্রচুর অনুশীলন ৷ তারই অভাবে বিরতির ঠিক এক মিনিট আগে মোক্ষম সুযোগ নষ্ট করেন কামিংস ৷ সরাসরি শট না নিয়ে তিনি বল বাড়ান পেত্রাতোসকে। কিন্তু কাঙ্খিত গোল আসেনি ৷

শেষ মুহূর্তের গোলে মাজিয়াকে হারালো বাগান

বিরতির আগে মাজিয়ার মিডফিল্ডারের বানের ভুলে যে সুযোগ তৈরি হয়েছিল তা এদিন হেলায় নষ্ট করে সবুজ-মেরুন ৷ এমনকী কোচ জুয়ান ফেরান্দোও রীতিমতো রেগে ওঠেন তাঁর খেলোয়াড়দের ওপর ৷ আক্রমনাত্মক ফুটবলে মালদ্বীপের ক্লাবটির বিরুদ্ধে জয়ের অভ্যাস বজায় রাখতে চেয়েছিলেন ফেরান্দো। এক বছর আগে একই মঞ্চে 5-2 গোলে জিতেছিল সবুজ মেরুন । চলতি এএফসি কাপে ওড়িশা এফসিকে চার গোলে হারিয়ে যাত্রা শুরু করেছে হুগো বুমোসরা । কিন্তু ঘরের মাঠে 'ইম্প্রোভাইজেশনের ভুত' মোহনবাগান সুপার জায়ান্টের বাড়া ভাতে প্রায় ছাই ফেলে দিয়েছিল।

আরও পড়ুন:সাফল্যের শিখর থেকে ব্যর্থতার গহীন খাদে, প্রথমবার 'ক্যালিপসো'হীন ক্রিকেট বিশ্বকাপ

তবে শেষমেষ বাঁচিয়ে দিল সাহাল আব্দুল সামাদের অনবদ্য পাস ৷ তাঁর পাস থেকেই অতিরিক্ত সময়ের গোলকিপারকে পরাস্ত করে বল জালে জড়ান কামিংস ৷ এএফসি কাপের অন্য ম্যাচে বসুন্ধরা কিংস 3-2 গোলে হারাল ওড়িশা এফসিকে।

Last Updated : Oct 2, 2023, 11:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details