পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISL 2023: আইএসএলে ইতিহাস বাগানের, প্রথম দল হিসেবে টানা চার ম্যাচ জিতল সবুজ-মেরুন - Mohun Bagan Beat Jamshedpur in ISL

দশজনের জামশেদপুরকে 3-2 ম্যাচে হারাল মোহনবাগান সুপারজায়ান্ট ৷ পরপর চার ম্যাচে জিতে এদিন রেকর্ড গড়ল সবুজ-মেরুন ৷

ISL 2023
জামশেদপুরকে হারাতে ঘাম ঝড়ল মোহনবাগান সুপারজায়ান্টের

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 10:47 PM IST

জামশেদপুর, 1 নভেম্বর: পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন করল সবুজ-মেরুনের পালতোলা নৌকা । ইস্পাতনগরী থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরল মোহনবাগান সুপারজায়ান্ট । জামশেদপুর এফসির বিরুদ্ধে 3-2 গোলে জয় তুলে নিল সবুজ-মেরুন । বুধবারের সন্ধ্যায় জামশেদপুর এফসির হয়ে গোলের মুখ খোলেন মহম্মদ সানান আর স্টিভ আমব্রি । আর মোহনবাগান সুপারজায়ান্টের হয়ে গোল করেন আর্মান্দো সাদিকু, লিস্টন কোলাসো এবং কিয়ান নাসিরি ।

একইসঙ্গে টানা চার ম্য়াচ জিতে আইএসএলে বুধবার ইতিহাস গড়ল মোহনবাগান ৷ 7 মিনিটের মাথাতেই জামশেদপুরের হয়ে বল জালে জড়িয়ে দেন সানান । বিশাল কাইথ এবং শুভাশীষ বসুর ভুল বোঝাবুঝির ফসল তুলে নিয়ে যায় জামশেদপুর এফসি । হুগো বুমোস, জেসন কামিংস ৷ আনোয়ারও ভুগছেন চোটে । এই অবস্থায় ব্র্যান্ডন হামিল, দীপক টাংরি, শুভাশিসকে দিয়ে রক্ষণ সাজিয়ে ছিলেন জুয়ান ফেরান্দো। দিমিত্রি পেত্রাতোস এবং সাদিকুর সঙ্গে মনবীর সিং এবং লিস্টন কোলাসোকে জুড়ে দিয়ে তৈরি হয়েছিল আক্রমণভাগ ।

বল যোগানোর দায়িত্ব ছিল সাহাল আব্দুল সামাদের । ভারতীয় মিডফিল্ডার প্রতিপক্ষের গোলের ধাক্কা সরিয়ে দলের আক্রমণকে নেতৃত্ব দেন । 29 মিনিটে সামাদের বাড়ানো রিসিভ করে মনবীর সিং তা সাদিকুর দিকে ঠেলে দেন ৷ ভুল করেননি সাদিকু ৷ সমতায় ফেরে মোহনবাগান সুপারজায়ান্ট । বিরতির আগেই ফের এগিয়ে যেতে পারত তারা । কিন্তু সাদিকু জামশেদপুর গোলরক্ষক রেহনেশকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ।

দ্বিতীয়ার্ধে নিয়ন্ত্রণ ছিল মোহনবাগানের হাতে । লিস্টন কোলাসো 48 মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন । বহুদিন পরে তাঁর পরিচিত দৌড় এবং দূরপাল্লার শট দেখা গেল আবার । ম্যাচের সেরাও তিনিই ৷ 67 মিনিটে বক্সের বাইরে রেহেনেশ ফাউল করেন সামাদকে । ছিটকে যাওয়া বল সবুজ-মেরুন ফুটবলাররা জালে পাঠালেও রেফারি অ্যাডভান্টেজ না-দিয়ে ফাউলের বাঁশি বাজান । লাল কার্ড দেখান রেহনেশকে । বাকি সময় দশজনে খেলে জামশেদপুর ।

আরও পড়ুন:চেন্নাইয়িনের বিরুদ্ধে লড়াই করেও জয় অধরা লাল-হলুদের

80 মিনিটে মোহনবাগান সুপার জায়ান্টের তিন নম্বর গোল করেন পরিবর্ত হিসেবে নামা কিয়ান নাসিরি । এই সময় মনে হয়েছিল জামশেদপুর এফসি আর হয়তো গোল করতে পারবে না । কিন্তু 86 মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান আমব্রি । শেষ 15 মিনিটে দশ জনের দল নিয়েও রীতিমতো লড়াই দিয়েছিল জামশেদপুর ৷ তবে বিশাল কাইথ এবং গোলপোষ্ট রক্ষাকর্তা না হলে সবুজ-মেরুন পুরো পয়েন্ট নিয়ে ফিরতে পারত না।

ABOUT THE AUTHOR

...view details