পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

এএফসি'র দুঃখ ভুলে আইএসএলে পাঁচে পাঁচ, কলিঙ্গ দেশে নিজাম 'বধ' বাগানের - আশিস রাই

ISL 2023-24: এএফসি কাপ থেকে বিদায়ের দুঃখ ভুলে আইএসএলে ফের ঝলমলে মোহনবাগান ৷ ভুবনেশ্বরে হায়দরাবাদ এফসি'কে জুয়ান ফেরান্দোর ছেলেরা হারাল 2-0 গোলে ৷ গোল করলেন ব্রেন্ডন হ্যামিল ও আশিস রাই ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 10:51 PM IST

Updated : Dec 3, 2023, 10:57 AM IST

ভুবনেশ্বর, 2 ডিসেম্বর: ওড়িশা এফসি'র কাছে পাঁচ গোল হজম ৷ ফলত প্রায় সত্তর কোটির দল গড়েও এএফসি কাপের প্রথম রাউন্ডের বাধা পেরোতে না-পারার শোক তো ছিলই ৷ পাশাপাশি একাধিক ইউটিলিটি ফুটবলারকে ছাড়াই রওনা হতে হয়েছিল ভুবনেশ্বর ৷ দিমিত্রি পেত্রাতোস, মনবীর সিংদের ছাড়া খানিক দুর্বল মোহনবাগান কি তাহলে চলতি আইএসএলে প্রথম পয়েন্ট নষ্ট করে আসবে অ্যাওয়ে ম্যাচ থেকে ৷ শঙ্কায় ভুগছিলেন অনুরাগীরা ৷ কিন্তু পাঁচ গোল হজমের হতাশা ভুলিয়ে নিরপেক্ষ ভেন্যুতে হায়দরাবাদ এফসি'কে হারিয়ে আইএসএলে পাঁচে পাঁচ করল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ নিজামের শহরের দলকে 2-0 গোলে হারাল জুয়ান ফেরান্দোর ছেলেরা ৷

মুহুর্মুহু আক্রমণের পরেও যখন গোলের দরজা খুলতে ব্যর্থ দলের স্ট্রাইকাররা তখন স্কোরশিটে নাম তুলে দলকে জেতালেন দুই রক্ষণভাগের ফুটবলার ৷ গতবারের চ্যাম্পিয়নদের হয়ে এদিন গোলদু'টি করলেন ব্রেন্ডন হ্যামিল এবং আশিস রাই ৷ এদিন চিংলেনসানা সিং, জোয়াও ভিক্টর সমৃদ্ধ হায়দরাবাদ রক্ষণভাগকে টপকে গোল লক্ষ্য করে 20টি শট নেন জেসন কামিংস, কিয়ান নাসিরি, হুগো বুমোসরা ৷ যার মধ্যে অন-টার্গেট 7টি ৷ তারপরেও কলিঙ্গ স্টেডিয়ামে এদিন একসময় চলতি আইএসএলে প্রথম পয়েন্ট হারানোর পরিস্থিতি তৈরি হয়েছিল বাগানের জন্য ৷

হায়দরাবাদের রক্ষণ ভেদ করে হ্য়ামিল প্রথম বল জালে জড়ালেন ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার পাঁচ মিনিট আগে ৷ যদিও অজি ডিফেন্ডারকে গোলের বলটি সাজিয়ে দেন সেই সাহাল আব্দুল সামাদ ৷ কেরালা থেকে কেন তাঁকে ছিনিয়ে আনা হয়েছিল, ধারাবাহিকভাবে প্রমাণ দিয়ে যাচ্ছেন এই মিডফিল্ডার ৷ সারা ম্যাচজুড়ে হায়দরাবাদ দুর্গের শেষ প্রহরী গুরমিত সিংয়ের যাবতীয় প্রতিরোধ ব্যর্থ করে দলকে এগিয়ে দেন হ্য়ামিল ৷ হতোদ্যম বিপক্ষ রক্ষণের কফিনে অতিরিক্ত সময়ে (90+6 মিনিট) আরও একটি পেরেক পুঁতে দেন হায়দরাবাদেরই প্রাক্তনী আশিস রাই ৷

এই জয়ের পর পাঁচ ম্যাচে 15 পয়েন্ট নিয়ে আপাতত তিনে ফেরান্দোর ছেলেরা ৷ আগামী বুধবার ঘরের মাঠে ওড়িশা এফসি'র মুখোমুখি হবে তাঁরা ৷ আট ম্যাচে 17 পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে কেরালা ব্লাস্টার্স ৷ দু'ম্যাচ কম খেলে 16 পয়েন্ট নিয়ে দু'য়ে রয়েছে এফসি গোয়া ৷

আরও পড়ুন:

  1. পাঁচ গোলের ধাক্কা সরিয়ে কলিঙ্গে জয়ের খোঁজে মোহনবাগান সুপার জায়ান্ট
  2. চলতি মাসে মোহনবাগানে বসছে অমর একাদশের মূর্তি
  3. সংস্থা চালানোর যোগ্যতা নেই, আইএফএ সচিবকে বেনজির আক্রমণ বাগান সচিবের
Last Updated : Dec 3, 2023, 10:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details