পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Durand Cup 2023: গোয়া ‘বধ’ বাগানের, 19 বছর পর ডুরান্ড ফাইনালে ডার্বি

39 মিনিটে স্পটকিক থেকে বল জালে জড়িয়ে দেন জেসন কামিংস ৷ সেখান থেকেই ম্যাচে ফিরল গঙ্গাপাড়ের ক্লাব ৷ সাদিকুর দুরন্ত গোলে ফাইনালের টিকিট নিশ্চিত করল বাগান ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 8:02 PM IST

Updated : Aug 31, 2023, 8:34 PM IST

কলকাতা, 31 অগস্ট: আগেই ফাইনালে উঠেছে ইস্টবেঙ্গল ৷ এবার চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানও গোয়াকে উড়িয়ে পৌঁছল ফাইনালে ৷ ফলে ডুরান্ড ফাইনালে ফের কলকাতা ডার্বি ৷ শুরুতে পিছিয়ে থাকলেও জেসন কামিংস, আর্মান্দো সাদিকুর গোলে শেষ পর্যন্ত সন্দেশ ঝিঙ্গান, রেনিয়ার ফার্নান্দেজদের হারিয়ে দিল গঙ্গাপাড়ের ক্লাব ৷

23 মিনিটেই গোল করে এগিয়ে গিয়েছিল গোয়া ৷ হুগো বুমোসের মিস পাস থেকে বল পেয়ে একক কৃতিত্বে বাগানের রক্ষণকে টলিয়ে নোয়া সাদৌওর অসাধারণ প্লেসিংয়ে গোল ৷ শরীর ছুঁড়ে দিয়েও যার নাগাল পাননি বিশাল কাইথ । এফসি গোয়া পাসিং ফুটবলে শুরু থেকে মোহনবাগান সুপার জায়ান্টকে ব্যাকফুটে ঠেলতে চেয়েছিল । শুরুতে ছকটা কাজে লাগেনি তা নয় । সন্দেশ ঝিঙ্গান, রেনিয়ার ফার্নান্দেজ, ব্রেন্ডন ফার্নান্দেজ থেকে কার্ল ম্যাকহিউ ৷ গোয়ার প্রথম একাদশে বাগানের প্রাক্তনীদের ভিড় ৷ তাঁদের হাত ধরেই প্রথম 15 মিনিট যুবভারতীতে শুধুই ‘দ্য গৌর’দের মুহূর্মুহ আক্রমণ ৷

কিন্তু ধীরে ধীরে ম্যাচ ধরে নেয় সবুজ-মেরুন । 17 মিনিটে হুগো বুমোসের পাস থেকে বল পেয়ে পেত্রাতোসের শট ধীরজ সিং অসাধারণ তৎপরতায় বাঁচান । তারপরেই বিতর্কিত পেনাল্টিতে গোল শোধ করে মোহনবাগান ৷ জয় গুপ্তা ল্যাং মেরেছিলেন আশিক কুরুনিয়ানকে । রেফারি আশ্বিন প্রথম ফ্রি-কিকের নির্দেশ দিলেও সহকারী জানান বক্সের ভেতরেই ফাউল হয়েছে । স্পটকিক থেকে বল জালে জড়িয়ে দেন জেসন কামিংস ৷ 61 মিনিটে ফের গোল মোহনবাগানের । দিমিত্রির পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল করেন সাদিকু ।

‘‘ভারতীয় ফুটবলে এই ধরনের রেফারিংয়ের সঙ্গে মানিয়ে নিতে হবে । রেফারিং নিয়ে তাই বলার কিছু নেই । কলকাতার ফুটবলপ্রেমীদের শুভেচ্ছা তারা রবিবার ফুটবলের আনন্দ নেবে ।’’ মোহনবাগান সুপার জায়ান্টের পেনাল্টি পাওয়া নিয়ে এভাবেই কটাক্ষ এফসি গোয়া কোচ ম্যানুয়ের মার্কোয়েজের ।

আরও পড়ুন: দু'গোলে পিছিয়ে পড়ে স্মরণীয় প্রত্যাবর্তন, টাইব্রেকারে জিতে 19 বছর পর ডুরান্ড ফাইনালে লাল-হলুদ

Last Updated : Aug 31, 2023, 8:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details