কলকাতা, 8 অক্টোবর: সুযোগ নষ্ট করলে ম্যাচ বের করা প্রায় অসম্ভব। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে যদি কোনও দল সুযোগের সামান্য অপব্যবহার করে তাহলে তার জন্য পরাজয়ই বরাদ্দ। সে কথা আবারও প্রমাণিত হল। শনিবার ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি মুখোমুখি হয়েছিল সবুজ মেরুনের। দিনের শেষে ম্যাচের ফল জুয়ান ফেরান্দোর ছেলেদের পক্ষে, 3-1। দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স এবং সাহাল আব্দুল সামাদের গোল মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষে। চেন্নাইয়িন এফসির পক্ষে গোল ক্রিভালোরোর। এই জয়ের ফলে তিন ম্যাচে 9 পয়েন্ট নিয়ে সবার উপরে চলে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। তিন ম্যাচে চেন্নাইয়িনের বরাদ্দ শুধুই পরাজয়।
আইএসএলে প্রথমবার অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে জয়ের অভ্যাস বজায় রাখা চ্যালেঞ্জ বলেছিলেন জুয়ান ফেরান্দো। সবুজ-মেরুন কোচ তার দলের নৈপুণ্যতা, শারীরিক ফিটনেস ছাপিয়ে মানসিক ক্লান্তির কথা বলেন। কিন্তু তার দল কোনও এক অদৃশ্য বলে সব ছাপিয়ে প্রতিপক্ষের উপর স্টিমরোলার চালানোকে অভ্যাসে পরিণত করে ফেলেছে। এই মরশুমে 13টি ম্যাচ খেলে মোহনবাগান সুপার জায়ান্ট 12টিতে জয়ী। ট্রফি সংখ্যা এক। চেন্নাইয়ে এখন ক্রিকেট বিশ্বকাপের আসর বসেছে। ফুটবলের সৌরভ সেখানে ছড়িয়ে পড়া মুশকিল। তবুও যে কজন ফুটবল ভক্ত উপস্থিত ছিলেন তাঁরা দারুণ কিছু মুহূর্তের সাক্ষী রইলেন।