পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Durand Cup 2023: পাঁচ গোলে ডুরান্ডে যাত্রা শুরু, যুব দলেই বাংলাদেশের দলের বিরুদ্ধে বাজিমাত বাগানের - Durand Cup

যুব এবং সিনিয়র দল মিশিয়ে মোহনবাগান সুপার জায়ান্টের একাদশ । 8 ফুটবলারই যুব দলের ৷ তা নিয়েই বাংলাদেশের দলকে নাচাল মোহনবাগান ৷ গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন সুহেল ভাট ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 3, 2023, 9:32 PM IST

Updated : Aug 3, 2023, 9:54 PM IST

যুব দলেই বাংলাদেশের দলের বিরুদ্ধে বাজিমাত বাগানের

কলকাতা, 3 অগস্ট: সবার ওপরে নিয়ম সত্য, তাহার ওপরে নাই । বাংলা প্রবাদের বাস্তবায়ন যদি দেখতে চান তাহলে ডুরান্ড কাপে আসুন । সেনাবাহিনীর ঘেরাটোপ এতটাই নিয়মানুবর্তীতায় ঘেরা যে ফুটবল ম্যাচের রোমাঞ্চ সেখানে হাসফাস করে । মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধনের ছবি কিংবা ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনের আয়োজন, সবেতেই ডুরান্ড কাপের আয়োজকরা মান্ধাতার আমলে পড়ে । বিলম্বিত লয়ে ছবি পাঠানো, ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলন আয়োজন করতে না পারার কারণ ‘সবার ওপরে নিয়ম সত্য / তাহার ওপরে নাই’।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মরশুমের প্রথম টুর্নামেন্ট ডুরান্ড । প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 5-0 গোলে প্রতিপক্ষ বাংলাদেশ আর্মিকে উড়িয়ে দিল । সমর্থকরা প্রিয় দলের জয়ের আনন্দে কোথায় গা ভাসাবেন, তার বদলে সেখানে তাদের বহু দূরে আটকে রাখা হল । সংবাদমাধ্যম জয়ী দলের কোচ এবং ম্যাচের সেরার সঙ্গে কথা বলার সুযোগও পেল না ।

যুব এবং সিনিয়র দল মিশিয়ে মোহনবাগান সুপার জায়ান্টের একাদশ । ডাগ-আউটে কোচের চেয়ারে বাস্তব রায় । সিনিয়র দলের তিন ফুটবলার লিস্টন কোলাসো, মনবীর সিং এবং কিয়ান নাসিরি একাদশে ছিলেন । বাকি 8 ফুটবলার যুব দলের । লিগের পরে ডুরান্ড কাপের মঞ্চেও সবুজ-মেরুনের যুব দলের ফুটবলাররা উজ্জ্বল । বিশেষ করে সুহেল ভাটের কথা বলতেই হবে । বিরতির আগে দলের তিন নম্বর গোল এল কাশ্মীরি স্ট্রাইকারের । লিস্টন কোলাসোর বাড়ানো বল যেভাবে গোলরক্ষক ধরার আগেই টোকা দিয়ে জালে পাঠালেন তা প্রশংসনীয় । শুধু গোল করাই নয়, চোট পেয়ে বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত মোহনবাগান আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন সুহেল ভাট ।

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ডুরান্ড কাপের বর্ণাঢ্য উদ্বোধন

14 মিনিটে প্রথম গোল মোহনবাগানের । রবি বাহাদুরের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল লিস্টন কোলাসোর । গত মরশুমে ছন্দে না-থাকা সবুজ-মেরুন উইঙ্গার চলতি মরশুমের প্রথম ম্যাচে ছন্দে ফেরানোর ইঙ্গিত দিলেন । গোল করাই নয়, দলকে খেলালেনও তিনি । যা বাকি মরশুমের জন্য আশাব্যঞ্জক । 26 মিনিটে দ্বিতীয় গোল পেনাল্টি থেকে । গোলদাতা মনবীর সিং । বিরতির আগে 3 গোল হয়ে যাওয়ার পরে ম্যাচের দফারফা শেষ হয়ে যায় । বৃহস্পতিবার তার অন্যথা হয়নি । দ্বিতীয়ার্ধে মোহনবাগানের চার নম্বর গোল হামতের । লিস্টন কোলাসোর পাস পায়ের টোকায় মনবীর বাড়িয়ে দিলে গোল করেন হামতে । পাঁচ নম্বর গোল পরিবর্ত হিসেবে নামা কিয়ান নাসিরির ।

বাংলাদেশ আর্মি দলটি নামেই তালপুকুর । প্রথম ম্যাচে যে পারফর্ম্যান্স মেলে ধরল তা পদ্মাপাড়ের ক্ষয়িষ্ণু ফুটবল ঐতিহ্যের সাক্ষ্য বহন করে । পুরো ম্যাচে একবারও মনে হয়নি তারা মোহনবাগান রক্ষণকে অস্বস্তিতে ফেলতে পারেন । ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়ের কৃতিত্ব ফুটবলারদের দিয়েছেন কোচ বাস্তব রায় । মাঠ এবং আর্দ্রতাজনিত গরমের কারণে ফুটবলারদের পেশিতে চোট লেগেছে । বাস্তব বলছেন, ঘনঘন ম্যাচ খেলতে হচ্ছে বলে এই চোট । তবে চিন্তার কিছু নেই । আপাতত ডুরান্ড নয়, পাঁচ তারিখে কলকাতা লিগের ইউনাইটেড ম্যাচ নিয়েই ভাবিত বাগান ।

আরও পড়ুন: ভবানীপুরের বিরুদ্ধে ড্র, লাল-হলুদ আটকে যেতেই রেফারি নিয়ে ক্ষোভ বিনো জর্জের

Last Updated : Aug 3, 2023, 9:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details