কলকাতা, 3 অগস্ট: সবার ওপরে নিয়ম সত্য, তাহার ওপরে নাই । বাংলা প্রবাদের বাস্তবায়ন যদি দেখতে চান তাহলে ডুরান্ড কাপে আসুন । সেনাবাহিনীর ঘেরাটোপ এতটাই নিয়মানুবর্তীতায় ঘেরা যে ফুটবল ম্যাচের রোমাঞ্চ সেখানে হাসফাস করে । মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধনের ছবি কিংবা ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনের আয়োজন, সবেতেই ডুরান্ড কাপের আয়োজকরা মান্ধাতার আমলে পড়ে । বিলম্বিত লয়ে ছবি পাঠানো, ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলন আয়োজন করতে না পারার কারণ ‘সবার ওপরে নিয়ম সত্য / তাহার ওপরে নাই’।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মরশুমের প্রথম টুর্নামেন্ট ডুরান্ড । প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 5-0 গোলে প্রতিপক্ষ বাংলাদেশ আর্মিকে উড়িয়ে দিল । সমর্থকরা প্রিয় দলের জয়ের আনন্দে কোথায় গা ভাসাবেন, তার বদলে সেখানে তাদের বহু দূরে আটকে রাখা হল । সংবাদমাধ্যম জয়ী দলের কোচ এবং ম্যাচের সেরার সঙ্গে কথা বলার সুযোগও পেল না ।
যুব এবং সিনিয়র দল মিশিয়ে মোহনবাগান সুপার জায়ান্টের একাদশ । ডাগ-আউটে কোচের চেয়ারে বাস্তব রায় । সিনিয়র দলের তিন ফুটবলার লিস্টন কোলাসো, মনবীর সিং এবং কিয়ান নাসিরি একাদশে ছিলেন । বাকি 8 ফুটবলার যুব দলের । লিগের পরে ডুরান্ড কাপের মঞ্চেও সবুজ-মেরুনের যুব দলের ফুটবলাররা উজ্জ্বল । বিশেষ করে সুহেল ভাটের কথা বলতেই হবে । বিরতির আগে দলের তিন নম্বর গোল এল কাশ্মীরি স্ট্রাইকারের । লিস্টন কোলাসোর বাড়ানো বল যেভাবে গোলরক্ষক ধরার আগেই টোকা দিয়ে জালে পাঠালেন তা প্রশংসনীয় । শুধু গোল করাই নয়, চোট পেয়ে বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত মোহনবাগান আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন সুহেল ভাট ।