কলকাতা, 12 জুলাই:গোলের উৎসব ময়দান জুড়ে । মোহনবাগান সুপার জায়ান্টের পাঁচ গোল যদি হামতের হ্যাটট্রিকে রাঙানো হয় তাহলে মহমেডান স্পোর্টিংয়ের সাত গোলে জোড়া হ্যাটট্রিকের নায়ক বেনিস্টোন ব্যারেটো এবং ডেভিড লাহলানসাঙ্গা । বুধবার প্রতিপক্ষ সিএফসি-কে 7 গোলে দুমড়ে দিল সাদা-কালো ব্রিগেড । দীর্ঘদিন পরে নিজেদের মাঠে কলকাতা লিগের ম্যাচ খেলল মহমেডান স্পোর্টিং ।
কলকাতা লিগে বুধবার মোহনবাগান সুপারজায়ান্ট এবং মহমেডানের খেলা ছিল । দুই প্রধানই ভিন্ন মাঠে গোলের উৎসবে মাতল । প্রতিপক্ষ সিএফসির বিরুদ্ধে 13 মিনিটে এগিয়ে যায় মহমেডান স্পোর্টিং । ডেভিড লাহলানসাঙ্গা গোলমুখ খোলেন । গোল করার পরেই ম্যাচের রাশ মহমেডান স্পোর্টিং তুলে নেয় । চল্লিশ মিনিটে ফের দলকে এগিয়ে দেন ডেভিড । প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মহমেডানের তৃতীয় গোল বিকাশ সিংয়ের । বিরতির আগে তিন গোলে পিছিয়ে পড়ার ধাক্কা সিএফসি সামলাতে পারেনি । দ্বিতীয়ার্ধে পুরোটাই মহমেডান স্পোর্টিং শো ।
ম্যাচের 63, 76 ও 79 মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ব্যারেটো । অনেকরদিন পরে ময়দান ফের ব্যারেটো ধ্বনিতে মুখরিত হল । তবে তা মোহনবাগান মাঠে নয় রেড রোডের ধারে আরেকটি শতাব্দী প্রাচীন ক্লাবের মাঠে । 79 মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ডেভিডও । প্রথম ম্যাচে সাত গোলে জয়ের পরে কোচ মেহেরাজউদ্দিন জানিয়েছেন শুরুটা ভালো হলেও আত্মতুষ্টির জায়গা নেই । ধাপে ধাপে এগোতে চান । কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক এবছর করতে চায় মহমেডান । সেই স্বপ্নের শুরুটা দাপটের সঙ্গে করল মেহেরাজের ছেলেরা । কলকাতা লিগের অন্য ম্যাচে পিয়ারলেস বনাম কালিঘাট 1-1 গোলে ড্র হয়েছে । সাদার্ন সমিতি বনাম ডালহৌসি এসির ম্যাচও 1-1 গোলে ড্র । ডায়মন্ড হারবার এবং আর্মি রেডের খেলাও 1-1 গোলে অমিমাংসিত ।
অন্য দুই প্রধান লিগের শুরুটা ঘরের মাঠে করতে পারেনি । মেরিনার্সরা প্রথম দুটি ম্যাচ নৈহাটি ও ব্যারাকপুরে খেলে তৃতীয় ম্যাচে নিজেদের মাঠে ফিরছে । ইস্টবেঙ্গলের প্রথম দুই ম্যাচ লেসলি ক্লডিয়াস সরনির হোম গ্রাউন্ডে ছিল না । দুই প্রধানকে জেলা শহরের স্টেডিয়ামে খেলতে হওয়ার কারণ মাঠ অপ্রস্তুত । এই মুহূর্তে কলকাতা ময়দানে সেরা তাবু তৈরি করেছে মহমেডান কর্তারা । নিজেদের মাঠ তৈরিতেও বাকি দুই প্রধানকে টেক্কা দিল এই দল । মহমেডানের কারণেই ময়দানে ফিরল চেনা চিৎকার । সাদা-কালো কর্মকর্তাদের কাজের সঙ্গে সাযুজ্য রেখেই মহমেডান স্পোর্টিংয়ের কলকাতা লিগে দুরন্ত শুরু । শেষ কবে তারা প্রতিপক্ষকে সাত গোলে দুমড়ে দিয়েছে মনে করা কঠিন ।
আরও পড়ুন: হামতের হ্যাটট্রিকে কলকাতা লিগে দাপুটে জয় মোহনবাগানের