কলকাতা, 30 জুলাই: জয় এল মহমেডান স্পোর্টিংয়ে তবে বিতর্কের গন্ধ মেখে। পিছিয়ে পড়েও কষ্টার্জিত জয় পেল সাদা-কালো ব্রিগেড। কিন্তু সংযুক্তি সময় পেরিয়ে যাওয়ার পরেও ম্য়াচ খেলিয়েছেন রেফারি এবং তখনই গোল করে মহামেডান ম্যাচ জিতেছে বলে দাবি পিয়ারলেসের ৷ ম্যাচের ফল 2-1। মহমেডানের পক্ষে গোল ডেভিড এবং সামাদের । পিয়ারলেসের গোল ম্য়াচের চার মিনিটে । গোলদাতা ইসরাফিল দেওয়ান । প্রথম পাঁচ মিনিটে পিছিয়ে পড়ার ধাক্কায় মহমেডান স্পোর্টিং দিশেহারা হয়ে পড়ে । শেষ ম্যাচে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বিরুদ্ধে হেরেছিল সাদাকালো ব্রিগেড । ফলে পিয়ারলেসের বিরুদ্ধে পিছিয়ে পড়ার ধাক্কায় মেহেরাজউদ্দিনের ছেলেরা প্রত্যাশিত ছন্দ খুঁজে পাচ্ছিল না ।
প্রতিপক্ষের ফুটবলারদের প্রেসিং ফুটবল মহমেডান স্পোর্টিংকে বিরতির আগে খেলার রাশ ধরতে দেয়নি । তবুও মহমেডান স্পোর্টিং 26 মিনিটে সমতায় ফেরে । ব্যারেটোর ক্রশ থেকে দলকে সমতায় ফেরান ডেভিড । সমতায় ফিরলেও ম্যাচের রাশ পায়নি মহমেডান স্পোর্টিং । বরং ফের গোল করে এগিয়ে যাওয়ার লক্ষ্যে পিয়ারলেস চাপ বাড়াতে থাকে । এই সময় বেশ কয়েকবার গোলের মুখ খুলে ফেলেছিল তারা । কিন্তু গোল মুখে ব্যর্থতা তাদের এগিয়ে যেতে দেয়নি । সুযোগ নষ্টের খেসারত দিনের শেষে মাঠেই দিয়ে এল পিয়ারলেস ।
আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম এখন কলকাতায় । এই গরমে টানা একই গতিতে ফুটবল খেলে যাওয়া কষ্টসাধ্য । সেখানেই পিছিয়ে পড়ে পিয়ারলেস । বিরতির পরে পিয়ারলেস ফুটবলারা অনেকটাই বেদম হয়ে পড়ে । বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের ফুটবলাররা দমের ঘাটতিতে ভুগলেন । প্রতিপক্ষের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে ম্যাচের রাশ তুলে নেয় মহমেডান স্পোর্টিং ।