কলকাতা, 30 অক্টোবর: তিলোত্তমায় ব্ল্যাক প্যান্থার রাজ আবারও অটুট ৷ কলকাতা লিগে (Calcutta League 2022) ফের একবার জয়ের খেতাব ধরে রাখল মহামেডান ৷ রবিবার এরিয়ান বনাম ভবানীপুর ম্যাচ ড্র হতেই সেরার শিরোপা পেল ব্ল্যাক প্যান্থাররা (Calcutta League 2022) ৷ ফলে মঙ্গলবার ইস্টবেঙ্গল-মহমেডানের মিনি ডার্বি কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়াল (Mohammedan SC Win CFL 2022) ৷ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মঙ্গলবার লিগের শেষ ম্যাচ খেলতে নামার আগেই কলকাতা লিগের চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং।
চলতি কলকাতা লিগে 3টি ম্যাচ খেলে আন্দ্রে চেরনেসভের ছেলেদের লিগ টেবিলে স্কোর 9 ৷ অন্যদিকে রবিবারের ম্যাচের পর 4 ম্যাচ খেলে রঞ্জন চৌধুরীর ছেলেদের পয়েন্ট দাঁড়িয়েছে 7-এ । ফলে শেষ ম্যাচে মহমেডান হেরে গেলেও ট্রফি জয় আটকাচ্ছে না শংকর, ফৈয়াজদের । রবিবার এরিয়ান ক্লাবের বিরুদ্ধে 1-1 গোলে ভবানীপুর ক্লাব ড্র করার সঙ্গেই লিগ খেতাব সাদা-কালো শিবিরে ঢুকে পড়ল। ইস্টবেঙ্গলকে হারানোর সঙ্গে খেতাবি দৌড়ে প্রাসঙ্গিক হয়ে পড়েছিল রঞ্জন চৌধুরীর দল । কিন্তু খিদিরপুরের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করায় সেই আশা কার্যত শেষ হয়ে যায় ।