কলকাতা, 29 সেপ্টেম্বর: আট দশক পরে ইতিহাস ফিরল মহমেডান স্পোর্টিংয়ে । কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক করল সাদা-কালো শিবির । কিশোরভারতী স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্টকে 2-0 গোলে হারাল মহমেডান স্পোর্টিং ক্লাব । মহমেডান স্পোর্টিংয়ের হয়ে গোল রেমসাঙ্গা এবং ডেভিডের । এই জয়ের ফলে মহামেডান স্পোর্টিং 44 পয়েন্টে পৌঁছে গেল ।
নিকটতম প্রতিদ্বন্দ্বী সব ম্যাচ জিতলেও সর্বোচ্চ 43 পয়েন্টে পৌঁছতে পারে । মোট 21 গোল করে সর্বোচ্চ গোলদাতা হলেন ডেভিড । এর আগে কলকাতা লিগে কুড়ির ওপর গোল করার কৃতিত্ব রয়েছে শ্যাম থাপা (24), সাবির আলি (23), মানস ভট্টাচার্য (23), মহম্মদ আকবর (22)। তবে কলকাতা লিগে সর্বকালের সর্বোচ্চ গোল করার কৃতিত্ব নায়ারের ৷ তাঁর গোল সংখ্যা 35।
12 মিনিটে প্রথম গোল রেমসাঙ্গার। আঙ্গুসানার কর্নারে মাথা ছুইয়ে মহমেডান স্পোর্টিংকে এগিয়ে দেন। 38 মিনিটে দ্বিতীয় গোল ডেভিডের। শুরুর চার মিনিটের মধ্যে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় মহমেডান স্পোর্টিং। দীপক টাঙরি বক্সের মধ্যে ডেভিডকে টেনে ফেলে দিলেও রেফারি অজ্ঞাত কারণে পেনাল্টি দেননি। মিনি ডার্বি জিতে কলকাতা লিগের হ্যাটট্রিক সম্পূর্ণ করল মহমেডান স্পোর্টিং।