পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Mohammedan Sporting Recreates History: আটদশক পর ফিরল ইতিহাস, কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক ‘ব্ল্যাক প্যান্থার’দের - কলকাতা লিগ

কিশোরভারতী স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্টকে 2-0 গোলে হারাল মহমেডান স্পোর্টিং ক্লাব । আট দশক পর কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক করল সাদা-কালো শিবির ।

Etv Bharat
মোহনবাগান সুপারজায়ান্টকে হারাল মহামেডান

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 5:15 PM IST

Updated : Sep 30, 2023, 3:58 PM IST

কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক ‘ব্ল্যাক প্যান্থার’দের

কলকাতা, 29 সেপ্টেম্বর: আট দশক পরে ইতিহাস ফিরল মহমেডান স্পোর্টিংয়ে । কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক করল সাদা-কালো শিবির । কিশোরভারতী স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্টকে 2-0 গোলে হারাল মহমেডান স্পোর্টিং ক্লাব । মহমেডান স্পোর্টিংয়ের হয়ে গোল রেমসাঙ্গা এবং ডেভিডের । এই জয়ের ফলে মহামেডান স্পোর্টিং 44 পয়েন্টে পৌঁছে গেল ।

নিকটতম প্রতিদ্বন্দ্বী সব ম্যাচ জিতলেও সর্বোচ্চ 43 পয়েন্টে পৌঁছতে পারে । মোট 21 গোল করে সর্বোচ্চ গোলদাতা হলেন ডেভিড । এর আগে কলকাতা লিগে কুড়ির ওপর গোল করার কৃতিত্ব রয়েছে শ্যাম থাপা (24), সাবির আলি (23), মানস ভট্টাচার্য (23), মহম্মদ আকবর (22)। তবে কলকাতা লিগে সর্বকালের সর্বোচ্চ গোল করার কৃতিত্ব নায়ারের ৷ তাঁর গোল সংখ্যা 35।

12 মিনিটে প্রথম গোল রেমসাঙ্গার। আঙ্গুসানার কর্নারে মাথা ছুইয়ে মহমেডান স্পোর্টিংকে এগিয়ে দেন। 38 মিনিটে দ্বিতীয় গোল ডেভিডের। শুরুর চার মিনিটের মধ্যে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় মহমেডান স্পোর্টিং। দীপক টাঙরি বক্সের মধ্যে ডেভিডকে টেনে ফেলে দিলেও রেফারি অজ্ঞাত কারণে পেনাল্টি দেননি। মিনি ডার্বি জিতে কলকাতা লিগের হ্যাটট্রিক সম্পূর্ণ করল মহমেডান স্পোর্টিং।

সম্মানের লড়াইয়ে পরাজিত হয়েও মোহনবাগান সুপার জায়ান্ট কোচ বাস্তব রায় দলের ফুটবলারদের কৃতিত্ব দিলেন। ডেভেলপমেন্ট দলের এই লড়াই আগামীর ভিত বলে মনে করেন বাস্তব। অন্যদিকে শেষ বাঁশি বাজার পরে উৎসব শুরু হয়ে যায় সাদা-কালো সমর্থকদের। ফুটবলারের নামে জয়ধ্বনি দিতে থাকেন। মহমেডান স্পোর্টিং কোচ আন্দ্রে চেরিনেশভ জানিয়েছেন, এই জয় অবশ্যই আসন্ন আই লিগের আগে অনুপ্রাণিত করবে। তবে তিনি যেহেতু লিগের মাঝখানে দায়িত্ব নিয়েছেন, তাই বিদায়ী কোচ মেহেরাজউদ্দিনকেও কৃতিত্বের ভাগীদার করতে চান।

লিগ জয়ের নায়ক ডেভিড জানিয়েছেন জাতীয় দলের জার্সি পড়া স্বপ্ন। এই কৃতিত্ব তিনি তাঁর মাকে উৎসর্গ করতে চান । মহমেডান সচিব ইস্তেয়াক আহমেদ রাজু জানিয়েছেন, পাঁচ লক্ষ টাকা পুরস্কার ফুটবলারদের দেওয়া হচ্ছে। আই লিগের প্রস্তুতিতে দল পয়লা অক্টোবর থেকে ব্যস্ত থাকবে। বিরাটভাবে সংবর্ধনা দেওয়া হবে পরে।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন হলেও ট্রফির জন্য অপেক্ষা, ক্ষুব্ধ মহমেডান স্পোর্টিং

Last Updated : Sep 30, 2023, 3:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details