কলকাতা, 21 ফেব্রুয়ারি: সচিবের চেয়ারে বসার 24 ঘণ্টার মধ্যে কিবু ভিকুনাকে মহমেডান স্পোর্টিংয়ের কোচের (Mohammedan SC Coach Kibu Vicuna Replaced) পদ থেকে সরিয়ে দিলেন ইস্তেয়াক রাজু আহমেদ ৷ তাঁর জায়গায় সাদা-কালো ডাগআউটে কোচের চেয়ারে মেহেরাজউদ্দিন ওয়াদুকে (Mohammedan SC New Coach Mehrajuddin Wadoo) নিয়ে আসলেন ইস্তেয়াক ৷ মঙ্গলবার সকালে দলের অনুশীলনে গিয়ে কোচকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়ে দেন নবনির্বাচিত সচিব ৷ আই লিগে মহমেডান খারাপ পারফরম্যান্সের জেরেই কিবু ভিকুনাকে সরতে হল বলে মনে করছে বিশেষজ্ঞমহল ৷
2019-20 মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করেছিলেন স্প্যানিশ কোচ ভিকুনা ৷ বাগান এটিকের হাত ধরে আইএসএলে প্রবেশ করলে চাকরি যায় তাঁর ৷ তবে ওই বছরই আইএসএল ফ্র্যাঞ্চাইজি কেরালা ব্লাস্টার্স কোচ করে তাঁকে ৷ কিন্তু প্রত্যাশিত ফল না-আসায় মরশুমের মাঝপথেই ছেঁটে ফেলা হয় তাঁকে ৷ তারপর প্রায় দু'বছর বাদে ফের কলকাতা ময়দানে ফিরে এসেছিলেন ডায়মন্ড হারবার এফসি ৷ সেখান থেকে গতবছরের শেষদিকে মহমেডান স্পোর্টিং রাশিয়ান কোচ চেরনিশভচকে সরিয়ে কিবু ভিকুনার উপর দায়িত্ব ছেড়েছিল ৷ আইএসএলে অংশগ্রহণ পাখির চোখ করেছেন মহমেডান কর্তারা ৷ ফ্র্যাঞ্চাইজি-ফি দিয়ে নয়, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে পা রাখতে চাইছে ক্লাব কর্তারা ৷ সেই লক্ষ্যে শক্তিশালী দলগঠন থেকে কিবু ভিকুনাকে নিয়ে আসা হয়েছিল ৷