কলকাতা, 16 অগস্ট:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার যুবভারতীতে বলে শট মেরে ডুরান্ড কাপের উদ্বোধন করলেন। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। শুরুতে ম্যাচের রাশ এফসি গোয়ার পায়ে ছিল। কিন্তু খেলাশেষে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে এফসি গোয়াকে 3-1 গোলে উড়িয়ে জয়ী আন্দ্রে চেরনিশভের ছেলেরা (Mohammedan SC Beats FC Goa in Durand Cup 2022)।
সাদা কালো শিবিরের হয়ে গোল প্রীতম সিং, ফাসলু রহমান, মার্কাস জোসেফের। মহামেডানের হয়ে গোল নেমিলের। ম্যাচের সেরা মহামেডান স্পোর্টিংয়ের ফাসলু রহমানই। প্রথমার্ধে মহামেডান স্পোর্টিংকে ব্যাকফুটে ঠেলে রেখেছিল গোয়া। 34 মিনিটে নেমিলের গোল সেই দাপুটে ফুটবলের ফসল। 30-31 মিনিটে প্রীতম সিং এবং মার্কাস জোসেফের সুযোগ নষ্ট করা ছাড়া সেভাবে সাদা কালো আক্রমণ চোখে পড়েনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বলে শট মেরে ডুরান্ড কাপের উদ্বোধন করলেন পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে প্রত্যাঘাত মহামেডান স্পোর্টিংয়ের। 49 মিনিটে প্রীতম সিং মহামেডানকে সমতায় ফেরান। এরপর একের পর এক আক্রমণ গোয়ার রক্ষণে আছড়ে পড়তে থাকে। 59 মিনিটে শেখ ফৈয়াজের হেড এফসি গোয়ার গোলরক্ষক দুরন্তভাবে না বাঁচালে এগিয়ে যেত মহামেডান। যদিও দ্বিতীয় গোল পেতে সাদা কালো শিবিরকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।
এফসি গোয়াকে 3-1 গোলে উড়িয়ে জয়ী আন্দ্রে চেরনিশভের ছেলেরা আরও পড়ুন:ফিফায় নিষিদ্ধ ভারতীয় ফুটবল, কী বলছেন ময়দানের কর্তা ব্যক্তিরা
84 মিনিটে আভাস থাপার সেন্টারে মাথা ছুঁইয়ে দলের দ্বিতীয় গোল ফাসলু রহমানের। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে তিন নম্বর গোল মার্কাস জোসেফের। পিছিয়ে পড়েও দাপুটে জয়। এদিন আন্দ্রে চেরিনেশভ জয়ের কৃতিত্ব দলকে দিয়েছেন। পাশাপাশি আত্মতুষ্ট না হয়ে পরের ম্যাচের জন্য তৈরি হওয়ার কথাও বলেছেন তিনি। কারণ প্রতিটি ম্যাচ কঠিন এবং হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।