পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Durand Cup 2022 ব্ল্যাক প্যান্থারদের দাপটে ছারখার শিল্পশহর, ডুরান্ডে একধাপ এগোল চের্নিশভের ছেলেরা - Mohammedan SC beat Jamshedpur FC in Durand Cup 2022

জামশেদপুর এফসিকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে একধাপ এগোলেন শেখ ফৈয়াজ, মার্কাস জোসেফরা (Mohammedan SC beat Jamshedpur FC) ৷

Etv Bharat
Mohammedan SC

By

Published : Aug 21, 2022, 8:03 PM IST

Updated : Aug 21, 2022, 9:03 PM IST

কলকাতা, 21 অগস্ট:ডুরান্ডে মহমেডানের স্বপ্নের দৌড় অব্যাহত ।এফসি গোয়ার পর এবারজামশেদপুর এফসিকেও উড়িয়ে দিল 'ব্ল্যাক প্যান্থার্স' । শেখ ফৈয়াজ, মার্কাস জোসেফদের দাপটে ছারখার হয়ে গেল শিল্পশহর (Mohammedan SC beat Jamshedpur FC) ৷ রবিবাসরীয় সন্ধ্যায় কিশোর ভারতী স্টেডিয়ামে 3-0 গোলে ডুরান্ডের দ্বিতীয় আন্দ্রে চের্নিশভের ছেলেরা ।

এফসি গোয়ার বিরুদ্ধে পিছিয়ে থেকে 3 গোলে জয় ছিনিয়ে নেওয়ার পরে জামশেদপুর এফসির বিরুদ্ধেও বিধ্বংসী সাদা-কালো শিবির । ফসলু রহমান, অভিষেক হালদার এবং শেখ ফৈয়াজের গোলে চুর্ণ জামশেদপুর এফসি । টানা দুই জয়ের ফলে পরের রাউন্ডে যাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল সাদা-কালো ব্রিগেড । প্রথম থেকেই প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে থাকে তাঁরা । যার উত্তর দেওয়ার সুযোগ সেভাবে পায়নি ইস্পাত নগরীর দলটি ।

ডুরান্ডে একধাপ এগোল চের্নিশভের ছেলেরা

38 মিনিটে প্রথম গোল মহমেডান স্পোর্টিংয়ের । কর্নার থেকে ভাসিয়ে দেওয়া বল কিমা হেড করলে তা কোনরকমে বাঁচান জামশেদপুর এফসি গোলরক্ষক । ফিরতি বল ফের হেড করে জালে পাঠান ফসলু রহমান । দুই দল শুরুতে পরস্পরকে মেপে নেওয়ার চেষ্টা করেছিল । কিন্তু খেলা যত গড়িয়েছে ততই ম্যাচের রাশ নিজেদের পায়ে তুলে নিয়েছে মহমেডান । এদিন দলের আক্রমণকে নেতৃত্ব দিলেন মার্কাস জোসেফ ।

আরও পড়ুন : ডুরান্ড অভিযান শুরুর আগের সকালে শহরে লাল হলুদের দুই ব্রাজিলিয়ান স্ট্রাইকার

বিরতির পরে ফের নিয়ন্ত্রণ করতে থাকে মহমেডান স্পোর্টিং । অন্যদিকে জামশেদপুর এফসি ডুরান্ড কাপে কার্যত তাদের দ্বিতীয় সারির দল নিয়ে এসেছে । তরুণ ফুটবলারদের প্রস্তুতির টুর্নামেন্ট হিসেবে ডুরান্ড কাপকে দেখছে তারা । শক্তিশালী মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে হারলেও একাধিকবার প্রতিপক্ষ রক্ষন ভাঙার মত পরিস্থিতি তৈরি করে ফেলেছিল । কিন্তু অনভিজ্ঞতা তাদের বাধা হয়ে দাঁড়িয়েছে । 71 মিনিটে মার্কাস জোসেফের পাস থেকে অভিষেক হালদারের গোল ম্যাচের সেরা মুহূর্ত । তিন মিনিট পরে দলের তৃতীয় গোল শেখ ফৈয়াজের । এবারও গোলের রাস্তা তৈরি করে দেন মার্কাস । ম্যাচের সেরা কিমা ।

Last Updated : Aug 21, 2022, 9:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details