নয়াদিল্লি, ১ অগাস্ট: ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট জেফ গার্ডনার বলেছেন , " মোবাইল ফোন এমন একটি মূল্যবান হাতিয়ার হতে পারে যার মধ্যমে অ্যাথলেটিক্সকে আরও আকর্ষণীয় ভাবে দর্শকদের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে । যারা আলাদা কিছু খুঁজছেন তাদের আকর্ষিত করবে । এছাড়াও মোবাইলের মাধ্যমে যে কোনও বিষয়ে অ্যাথলিটদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ সুযোগ তৈরি হবে ।
অ্যাথলেটিকস ফেডারেশন অফ ইন্ডিয়া , দক্ষিণ এশিয়ান অ্যাথলেটিক্স ফেডারেশন, ওশেনিয়া অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশন এবং ইউরোপিয় অ্যাথলেটিক্সের অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত কমন্টেটর ও ইভেন্ট প্রেজেন্টেশন ম্যানেজারদের জন্য দু'দিনের অনলাইন সেমিনারের যোগ দিয়েছিলেন জেফ গার্ডনার । শনিবার সেমিনারের শেষ দিনে বক্তব্য রাখেন তিনি । 42টি দেশের কমেন্টেটর , ইভেন্ট প্রেজেন্টেটর সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা সহ 1500 এর বেশি অংশগ্রহণকারী সেমিনারে অংশ নিয়েছিলেন ।