পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অ্যাথলেটিক্সকে আকর্ষক করার হাতিয়ার মোবাইল ফোন : জেফ গার্ডনার - Mobile phone

অ্যাথলেটিক্সকে দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার আকর্ষনীয় পথ খুঁজতে সেমিনারের আয়োজন করেছি AFI । সেখানে বক্তব্য রাখতে গিয়ে জেফ গার্ডনার বলেন , আগামী দিনে অ্যাথলেটিক্সকে আরও আকর্ষণীয় করে তুলতে হাতিয়ার হবে মোবাইল ফোন ।

AFI
AFI

By

Published : Aug 1, 2020, 9:03 PM IST

নয়াদিল্লি, ১ অগাস্ট: ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট জেফ গার্ডনার বলেছেন , " মোবাইল ফোন এমন একটি মূল্যবান হাতিয়ার হতে পারে যার মধ্যমে অ্যাথলেটিক্সকে আরও আকর্ষণীয় ভাবে দর্শকদের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে । যারা আলাদা কিছু খুঁজছেন তাদের আকর্ষিত করবে । এছাড়াও মোবাইলের মাধ্যমে যে কোনও বিষয়ে অ্যাথলিটদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ সুযোগ তৈরি হবে ।

অ্যাথলেটিকস ফেডারেশন অফ ইন্ডিয়া , দক্ষিণ এশিয়ান অ্যাথলেটিক্স ফেডারেশন, ওশেনিয়া অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশন এবং ইউরোপিয় অ্যাথলেটিক্সের অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত কমন্টেটর ও ইভেন্ট প্রেজেন্টেশন ম্যানেজারদের জন্য দু'দিনের অনলাইন সেমিনারের যোগ দিয়েছিলেন জেফ গার্ডনার । শনিবার সেমিনারের শেষ দিনে বক্তব্য রাখেন তিনি । 42টি দেশের কমেন্টেটর , ইভেন্ট প্রেজেন্টেটর সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা সহ 1500 এর বেশি অংশগ্রহণকারী সেমিনারে অংশ নিয়েছিলেন ।

“আমাদের অ্যাথলেটিক্স প্রেমী এবং দর্শকদের পরিবর্তিত চাহিদা মেনে গৃহীত পদক্ষেপগুলো স্বীকার করতে হবে । কোনও টুর্নামেন্ট আয়োজন এবং দর্শকদের সাথে যোগাযোগ বাড়ানো নতুন উপায়গুলো খুঁজতে হবে । এর ফলে অ্যাথলেটিক্সের সাফল্য যেমন ত্বরান্বিত হবে সেই সঙ্গে আকর্ষণীয়ও করবে । আমাদের ইভেন্টগুলো আরও সংক্ষিপ্ত ও ঝকঝকে করতে হবে । " বলেন গার্ডনার ।

SAAF-র সভাপতি ললিত কে ভানোট, যিনি এই সেমিনারের পরিকল্পনা করেছিলেন, তিনি বলেন , " আমি নিশ্চিত যে অংশগ্রহণকারীরা এই দুই দিন খুব আকর্ষণীয় কিছু খুঁজে পেয়েছেন । অংশগ্রহনকারীরা তাদের জ্ঞান উন্নত করতে পেরেছে এবং নিশ্চিত করতে পেরেছে যে সব স্তরের ইভেন্টে দর্শকদের আকৃষ্ট করতে পারবে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details