পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISL Final 2022-23: জয় মোহনবাগান স্লোগানে মিশন গোয়ায় সবুজ-মেরুন - বিশাল কাইত

জয় মোহনবাগান স্লোগানে আইএসএল ফাইনাল (ISL Final)-এর প্রস্তুতি শুরু করে দিল সবুজ-মেরুন ব্রিগেড ৷ সেই সঙ্গে ক্লাবের সকল ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানালেন সেমিফাইনালের লেগ টু-এর হিরো বিশাল কাইত ৷

ISL Final 2022-23 ETV BHARAT
ISL Final 2022-23

By

Published : Mar 14, 2023, 9:58 PM IST

ফাইনালেও এটিকে মোহনবাগাবনের বড় ভরসা বিশাল কাইত

কলকাতা, 14 মার্চ: বাগান রক্ষায় বিশালই বটবৃক্ষ ৷ সোনালি ফর্মে রয়েছেন বিশাল কাইত ৷ আইএসএল সেমিফাইনালের দু’টি লেগে যখন প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে ব্যর্থ এটিকে মোহনবাগানের স্ট্রাইকাররা ৷ তখন ফের রক্ষাকর্তা মেরিনার্সদের লাস্ট লাইন অফ ডিফেন্স ৷ টাইব্রেকারে তাঁর গোলরক্ষার উপর নির্ভর করেই আইএসএল-এর ফাইনালে এটিকে মোহনবাগান (Mission Goa with Jai Mohun Bagan Slogan) ৷ ফাইনালে প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি ৷ টানা এগারো ম্যাচ জিতে অবিশ্বাস্য ফর্মে রয়েছেন সুনীল ছেত্রী, জাভি হার্নান্দেজ, রয় কৃষ্ণারা ৷

বেঙ্গালুরু এফসি-র জয়ের রথের চাকায় রাশ পড়াতে এটিকে মোহনবাগান পারবে কি না, তা সময় বলবে ৷ ফরাসি মিডফিল্ডার হুগো বুমোস জানিয়েছেন, তাঁরা মিশন ফাইনালের জন্য তৈরি ৷ ট্রফি নিয়ে কলকাতাতে ফেরাই প্রধান লক্ষ্য ৷ গোলকিপার বিশাল কাইতের পার্ফম্যান্সকে হুগো বুমোস এক কথায় আউটস্ট্যান্ডিং বলে উল্লেখ করেছেন ৷ শুধু সেমিফাইনাল নয়, পুরো প্রতিযোগিতা জুড়েই বিশালের পারফরম্যান্স এটিকে মোহনবাগানকে ভরসা জুগিয়েছে বলে জানালেন তিনি ৷ ফাইনালের প্রতিপক্ষ বেঙ্গালুরুর শক্তি সম্পর্কে জানেন হুগো বুমোস ৷ সেই কারণেই কঠিন পরীক্ষার জন্য নিজেদের তৈরি করছেন ৷

টাইব্রেকারে নিম দর্জি তামাং-এর শট বাঁচানো ছাড়াও, বিশাল বার্থোলোমিউ ওগবেচেকে ভুল করতে বাধ্য করেন ৷ তাঁর শট পোস্টে লেগে বাইরে চলে যায় ৷ ফুটবলের টেকনিক্যাল দক্ষতা ছাড়াও শক্ত মানসিকতা টাইব্রেকারে সাফল্যের কারণ বলে জানিয়েছে বিশাল কাইত ৷ বিশাল কাইথ এই ব্যাপারে দলের গোলকিপিং কোচ আঙ্খেল পিনদাদোরের সঙ্গে কথা বলেছিলেন ৷ তাঁর পরামর্শ মেনেই সাফল্য বলে জানালেন ৷ তাঁকেই কৃতিত্ব দিতে চান বিশাল ৷

ইতিমধ্যেই সেরা গোলরক্ষক হিসেবে গোল্ডেন গ্লাভস পেয়েছেন তিনি ৷ ভারতীয় দলে সুযোগ পাওয়ার ব্যাপারে যদিও এখনই কিছু বলতে নারাজ বিশাল কাইত ৷ কারণ, বিষয়টি ইগর স্টিমাচের বিবেচনাধীন ৷ যুবভারতীতে ম্যাচ দেখতে আসা 52 হাজার 507 জন দর্শক বিশাল কাইতকে ‘ফ্লাইং কাইট’ বলে উল্লেখ করেছে ৷ এর জন্য সমর্থকদের ধন্যবাদ জানান বিশাল ৷ সমর্থকদের ধন্যবাদ দিয়ে বিশাল বলেছেন, ‘‘ধন্যবাদ সবাইকে আমাদের এভাবে সমর্থন করার জন্য ৷ গোটা দলকে ধন্যবাদ ভাল খেলার জন্য ৷”

আরও পড়ুন:টাই ভেঙে দ্বিতীয়বার আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগান

বিশ্ব ফুটবলে তাঁর আদর্শ কে ? বিশালের বক্তব্য, ‘‘ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডেরসনকেই আদর্শ বলে মানি ৷ ভারতীয় ফুটবলে আমার আদর্শ গুরপ্রীত সিং সান্ধু ৷’’ নায়ক বন্দনার মধ্যেও হিমাচলের বছর 26’র গোলরক্ষক বলছেন, ‘‘এটা পুরো দলের কৃতিত্ব ৷ আমার একার কিছু নয় ৷ দলকেই তাই সাফল্য উৎসর্গ করেছি ৷’’

গত তিনবছরে এটিকে মোহনবাগান দু’বার আইএসএল ফাইনালে পৌঁছাল ৷ আন্তেনিও লোপেজ হাবাসের দল সেবার পারেনি ৷ এবার সুযোগ জুয়ান ফেরান্দোর সামনে ৷ এটিকে মোহনবাগান ট্রফির দোরগোড়ায় দেখে ক্লাব সচিব দেবাশিস দত্ত দাবি করেছেন, তাদের দেখে অন্য ক্লাবের শেখা উচিত, কীভাবে বিনিয়োগকারীদের সঙ্গে ভারসাম্য রেখে চলতে হয় ৷ অন্যদিকে এটিকে মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার মুখেও ‘জয় মোহনবাগান’ শোনা গেল ৷

ABOUT THE AUTHOR

...view details