বোগোতা (কলোম্বিয়া), 7 ডিসেম্বর: অলিম্পিকের পর বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চ ৷ রুপোজয়ের ধারা অটুট রাখলেন মীরাবাঈ চানু (Mirabai Chanu Wins Silver Medal) ৷ কলম্বিয়ার বোগোতায় আয়োজিত টুর্নামেন্টের (Weightlifting World Championships 2022) ফাইনালে এদিন 200 কেজি ওজন তুলে রুপোর পদক গলায় ঝোলান মীরাবাঈ চানু ৷ তাঁর থেকে 6 কেজি বেশি ওজন তুলে চ্যাম্পিয়ন হয়েছে চিনের জিয়াং হুইহুয়া ৷ মীরাবাঈ এদিন স্ন্যাচে 87 কেজি ওজন তোলেন এবং ক্লিন অ্যান্ড জার্কে 113 কেজি ওজন তুলেছেন ৷ চানুর থেকে 2 কেজি কম 198 কেজি ওজন তুলে ব্রোঞ্জ জিতেছেন চিনের হউ জিহুই ৷
হউ জিহুই স্ন্যাচে 89 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 109 কেজি ওজন তুলেছেন ৷ তবে, এদিন মীরাবাঈ চানুর কব্জির চোট তাঁকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া থেকে কিছুটা দূরে থামিয়ে দেয় ৷ এমনকি সেকেন্ড রাউন্ডে ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে মাথার উপরে ওজন তুলতে গিয়ে সমস্যায় পড়েন ৷ তবে, পরিস্থিতি সামাল দিয়ে নেন মীরাবাঈ ৷ 113 কেজি ওজন তুলে নিজের গেম শেষ করেন চানু ৷ আর স্ন্যাচ ইভেন্টে নিজের সেরা 87 কেজি ওজন তুলেছেন মীরাবাঈ ৷