পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

CWG 2022: মীরাবাঈ চানুর হাত ধরে কমনওয়েলথ গেমসে প্রথম সোনা ভারতের - Mirabai Chanu wins gold sets games record in women 49kg

ক্রীড়া অনুরাগীদের পদকপ্রত্যাশায় মান্যতা দিয়ে 2022 বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন উত্তর-পূর্বের ভারোত্তোলক ৷ চানুর হাত ধরেই গেমসে প্রথম সোনা এল ভারতের ঝুলিতে ৷

CWG 2022
মীরাবাঈ চানুর হাত ধরে কমনওয়েলথ গেমসে প্রথম সোনা ভারতের ঘরে

By

Published : Jul 30, 2022, 10:51 PM IST

Updated : Jul 30, 2022, 11:06 PM IST

বার্মিংহ্যাম, 30 জুলাই: গত বছর টোকিয়ো অলিম্পিকসে ভারতের প্রথম পদক এসেছিল তাঁর হাত ধরেই ৷ বছর ঘুরতে না-ঘুরতে কমনওয়েলথ গেমসে বজায় রইল সেই সাফল্যের ধারা ৷ ক্রীড়া অনুরাগীদের পদকপ্রত্যাশার তালিকায় অন্যতম নামটি ছিল মীরাবাঈ চানু ৷ তাতেই মান্যতা দিয়ে 2022 বার্মিংহাম কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন উত্তর-পূর্বের ভারোত্তোলক ৷ চানুর হাত ধরেই গেমসে প্রথম সোনা এল ভারতের ঝুলিতে ৷ শনিবার 49 কেজি ক্যাটেগরিতে পোডিয়াম শীর্ষে ফিনিশ করলেন চানু (Mirabai Chanu wins gold sets games record in women 49kg) ৷

2018 গোল্ড কোস্টে 48 কেজি বিভাগে সোনা জিতেছিলেন চানু ৷ সেদিক থেকে বলতে গেলে বার্মিংহাম গেমসে পদক ধরে রাখলেন টোকিয়ো অলিম্পিকসের রুপোজয়ী ৷ স্ন্যাচ বিভাগে 88 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 113 কেজি, সর্বমোট 201 কেজি তুলে সোনাজয়ের পথে বার্মিংহামে এদিন নয়া কমনওয়েলথ রেকর্ডও গড়লেন ভারতীয় ভারোত্তোলক ৷

আরও পড়ুন: চাওয়ালা থেকে কমনওয়েলথে রুপো, সংকেতের সাফল্যের কাহিনি

ইভেন্টে দ্বিতীয়স্থানে শেষ করা মরিশিয়াস প্রতিদ্বন্দ্বিতার থেকে কয়েক যোজন এগিয়ে থেকে সোনা জিতলেন চানু ৷ দ্বিতীয় এবং তৃতীয়স্থানে শেষ করা দুই প্রতিযোগী তোলেন যথাক্রমে 172 এবং 171 কেজি ৷ এই নিয়ে চলতি কমনওয়েলথ গেমসের তৃতীয়দিনই প্রথম তিন পদক এল ভারতের ঘরে ৷ সঙ্কেত সরগরের রুপো এবং পি গুরুরাজার ব্রোঞ্জের পর সোনা জিতলেন চানু ৷ সোনা জিতে চানু জানান, প্রস্তুতি এবং টেকনিকে জোর দিয়েছিলেন গেমসের আগে ৷ এই সোনা তারই ফল ৷

Last Updated : Jul 30, 2022, 11:06 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details