সিঙ্গাপুর, 25 ফেব্রুয়ারি : সিঙ্গাপুর আন্তর্জাতিক ভারোত্তলনে সোনা জিতলেন মীরাবাঈ চানু (Mirabai Chanu Wins Gold in Singapore Weightlifting International) ৷ সেইসঙ্গে কমনওয়েলথ গেমসের জন্য যোগ্যতা অর্জন করলেন টোকিয়ো অলিম্পিকসে রুপোজয়ী এই অ্যাথলিট (Mirabai Chanu Qualified for Birmingham Commonwealth Games 2022) ৷ চানু ভারোত্তলনের 55 কেজি বিভাগে প্রথমবার অংশ নিলেন ৷ এর আগে টোকিয়ো অলিম্পিকসে 49 কেজি বিভাগে রুপোর পদক জেতেন ৷
এ দিন সিঙ্গাপুর আন্তর্জাতিক ভারোত্তলন টুর্নামেন্টে দু’বারে মোট 191 কেজি ওজন তুলেছেন চানু ৷ প্রথম রাউন্ডে 86 কেজি ওজন তোলেন তিনি ৷ ফাইনালের শেষ রাউন্ডে 105 কেজি ওজন তুলে পোডিয়ামে শীর্ষে অবস্থান করেন ৷ তাঁর শেষ রাউন্ডের 105 কেজি ওজন তোলার ধারে কাছে কেউ যেতে পারেননি ৷ ফলে কার্যত একপেশে ভাবে টুর্নামেন্ট জেতেন তিনি ৷