পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Mirabai Chanu Wins Gold in Singapore : সিঙ্গাপুরে সোনা জিতে কমনওয়েলথ গেমসে যোগ্যতা অর্জন মীরাবাঈ চানুর

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস 2022-এ খেলার যোগ্যতা অর্জন করে ফেললেন মীরাবাঈ চানু (Mirabai Chanu Qualified for Birmingham Commonwealth Games 2022) ৷ সিঙ্গাপুর আন্তর্জাতিক ভারোত্তলন টুর্নামেন্টে 55 কেজি বিভাগে 191 কেজি ওজন তুলে সোনা জিতেছেন তিনি (Mirabai Chanu Wins Gold in Singapore Weightlifting International) ৷ সেই সঙ্গে কমনওয়েলথ গেমসের টিকিট পাকা করে ফেললেন টোকিয়ো অলিম্পিকসে রুপোজয়ী এই ভারোত্তলক ৷

Mirabai Chanu-wins-gold-in-singapore-qualifies-for-cwg-in-new-55kg-weight-division
Mirabai Chanu-wins-gold-in-singapore-qualifies-for-cwg-in-new-55kg-weight-division

By

Published : Feb 25, 2022, 5:52 PM IST

সিঙ্গাপুর, 25 ফেব্রুয়ারি : সিঙ্গাপুর আন্তর্জাতিক ভারোত্তলনে সোনা জিতলেন মীরাবাঈ চানু (Mirabai Chanu Wins Gold in Singapore Weightlifting International) ৷ সেইসঙ্গে কমনওয়েলথ গেমসের জন্য যোগ্যতা অর্জন করলেন টোকিয়ো অলিম্পিকসে রুপোজয়ী এই অ্যাথলিট (Mirabai Chanu Qualified for Birmingham Commonwealth Games 2022) ৷ চানু ভারোত্তলনের 55 কেজি বিভাগে প্রথমবার অংশ নিলেন ৷ এর আগে টোকিয়ো অলিম্পিকসে 49 কেজি বিভাগে রুপোর পদক জেতেন ৷

এ দিন সিঙ্গাপুর আন্তর্জাতিক ভারোত্তলন টুর্নামেন্টে দু’বারে মোট 191 কেজি ওজন তুলেছেন চানু ৷ প্রথম রাউন্ডে 86 কেজি ওজন তোলেন তিনি ৷ ফাইনালের শেষ রাউন্ডে 105 কেজি ওজন তুলে পোডিয়ামে শীর্ষে অবস্থান করেন ৷ তাঁর শেষ রাউন্ডের 105 কেজি ওজন তোলার ধারে কাছে কেউ যেতে পারেননি ৷ ফলে কার্যত একপেশে ভাবে টুর্নামেন্ট জেতেন তিনি ৷

আরও পড়ুন : Ind vs SL : ইশান-শ্রেয়সদের ব্যাটিং বিক্রমে 'লঙ্কা বধ' ভারতের

দ্বিতীয় স্থানে শেষ করেন অস্ট্রেলিয়ার জেসিকা সেওয়ানস্টেনকো ৷ তাঁর সেরা ভারোত্তলন ছিল 167 কেজি (77+90) ৷ চানুর থেকে 24 কেজি কম ৷ প্রসঙ্গত, গত ডিসেম্বরে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সরে আসার পর, এটাই চানুর প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল ৷ এমনকি টোকিয়ো অলিম্পিকসের পরে এটাই প্রথম টুর্নামেন্ট তাঁর ৷ আর সেই টুর্নামেন্ট দাপটের সঙ্গে জিতলেন তিনি ৷ এ বার তাঁর পরবর্তী লক্ষ্য বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমস ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details