পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Wrestlers Protest: 'ব্রিজভূষণ যৌন হেনস্থা করেননি', তদন্তে বয়ান বদল নাবালিকার বাবার

ব্রিজভূষণ কাণ্ডে ফের নয়া মোড়। মেয়েকে যৌন হেনস্তা করেননি কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং ৷ অভিযোগ পরিবর্তন করেছেন নাবালিকা কুস্তিগীরের বাবা। এহেন মন্তব্যে ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ কিছুটা হলেও লঘু হবে?

Wrestlers Protest
তদন্তে বয়ান বদল নাবালিকার বাবার

By

Published : Jun 8, 2023, 10:49 PM IST

নয়াদিল্লি, 8 জুন:মেয়েকে যৌন হেনস্তা করেননি কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং। তবে মেয়ের প্রতিযোগিতার সময়ে তার বিরোধিতা করেছিলেন প্রেসিডেন্ট। কুস্তি কর্তা ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে এফআইআর করেছিলেন এক নাবালিকা কুস্তিগীরের বাবা। তদন্ত চলাকালীনই আচমকা বয়ান বদল করে ফেললেন নাবালিকা অভিযোগকারিণী বাবা। বুধবার নিজেই জানিয়েছেন অভিযোগ পরিবর্তনের কথা। এহেন মন্তব্যে ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ কিছুটা হলেও লঘু হবে?

কুস্তি ফেডারেশনের প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে 7 কুস্তিগীর যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন। তাঁদের মধ্যে একজন ছিলেন নাবালিকা। তাঁর হয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন তাঁর বাবা। এবার সেই নাবালিকা কুস্তিগীরের বাবা দাবি করলেন, ব্রিজভূষণের বিরুদ্ধে তাঁরা মিথ্যা কথা বলেছিলেন। গত 5 জুন নতুন করে পুলিশের কাছে বয়ান রেকর্ড করেন তিনি। সেখানেই সাফ জানিয়েছেন, তাঁর নাবালিকা কন্যাকে হেনস্তা করেননি ব্রিজভূষণ। প্রসঙ্গত, এই অভিযোগকারিণীর বয়ানের ভিত্তিতেই বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো আইনে এফআইআর দায়ের হয়েছিল।

নাবালিকার বাবা জানিয়েছেন, একটি প্রতিযোগিতায় তাঁর মেয়ের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করেছিলেন ব্রিজভূষণ। দিল্লির এক প্রতিযোগীর বিরুদ্ধে খেলতে নেমেছিল তাঁর মেয়ে। ওই প্রতিযোগীকে জেতানোর জন্য় দিল্লি থেকেই রেফারির ব্যবস্থা করা হয়েছিল। প্রসঙ্গত, গত বছরের এশিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রায়ালে হেরে যায় অভিযোগকারী নাবালিকা। সেই রাগ থেকেই ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁর বাবা। এদিকে ব্রিজভূষণের বিরুদ্ধে এখনও ভারতীয় দণ্ডবিধির 354 (শ্লীলতাহানি), 354এ (যৌন হেনস্তা), 354ডি (পিছু নেওয়া) ধারায় মামলা রুজু রয়েছে।

আরও পড়ুন:15 জুনের মধ্যে চার্জশিট পেশের আশ্বাস ক্রীড়ামন্ত্রীর, আপাতত স্থগিত সাক্ষীদের আন্দোলন

এই আবহে সম্প্রতি দিল্লি পুলিশ গোন্দায় তাঁর বাড়িতে গিয়ে ঘনিষ্ঠদের জেরা করেছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর মঙ্গলবার সাক্ষী, ভিনেশ, বজরংদের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন যে, আগামী 15 জুনের মধ্যে ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন হবে। ততদিন কুস্তিগীররা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেছেন। সেই সঙ্গে নিজেদের কর্মক্ষেত্রেও তাঁরা ফিরে গিয়েছেন। এহেন পরিস্থিতিতে নাবালিকা কুস্তিগীরের বাবার বয়ান বদল নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। যদিও কয়েকদিন আগে এই নাবালিকার কাকাও দাবি করেছিলেন, তাঁর ভাইঝি যৌন হেনস্তার শিকার নয়।

ABOUT THE AUTHOR

...view details