চণ্ডীগড়, 19 জুন : চলে গেলেন উড়ন্ত শিখ মিলখা সিং (Milkha Singh) ৷ মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল 91 ৷ করোনা সংক্রমিত হয়ে চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইন্স্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্ট-এ (Post Graduate Institute of Medical Education & Research) ভর্তি ছিলেন তিনি ৷ 24 মে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন কিংবদন্তি ৷ তাঁর স্ত্রীও করোনা আক্রান্ত ছিলেন তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয় ৷ 30 মে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল ৷ অবস্থার অবনতি হওয়ায় 3 জুন তাকে ফের হাসপাতালে ভর্তি করা হয় ৷ 19 দিনের লড়াই শেষে রবিবার না ফেরার দেশে চলে যান মিলখা সিংয়ের স্ত্রী নির্মল কৌর ৷ পাঁচ দিন পর চলে গেলেন মিলখা সিংও ৷
তাঁর পরিবারের পক্ষ থেকে বিবৃতিতে ঘোষণা করা হয়েছে , "গভীর দুঃখের সঙ্গে আমরা জানাতে চাই যে মিলখা সিং 2021 সালের 18 জুন রাত 11.30 মিনিটে পরলোক গমন করেছেন ৷" বিবৃতিতে আরও যোগ করা হয়েছে," তিনি কঠিন লড়াই করছিলেন তবে ঈশ্বরের হয়তো অন্য ইচ্ছে ছিল ৷ আমাদের বাবা ও মায়ের মধ্যে সত্যই ভালবাসা এবং সাহচর্য ছিল যে কারণে তাঁরা 5 দিনের মধ্যে চলে গেলেন ।"