দোহা, 1 ডিসেম্বর:পেনাল্টি মিস লিয়োনেল মেসির ৷ যদিও পোলিশদের বিরুদ্ধে গ্রুপের নির্ণায়ক ম্যাচে বাঁ-পায়ের জাদুকরের সেই ব্যর্থতা ঢেকে আলবিসেলেস্তেকে শেষ ষোলোয় পৌঁছে দিয়েছেন ম্যাক অ্যালিস্টার এবং জুয়ান আলভারেজ ৷ পাশাপাশি গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্তিনার পাওয়ার ফুটবল বিশ্বকাপের বাকি পর্বে ভাবাতে বাধ্য করবে বাকিদের ৷ লেওয়ানদোস্কিদের বিরুদ্ধে আর্জেন্তিনার জয়ের পর কলকাতার বিভিন্ন গলি থেকে রাজপথ যেন একটুকরো বুয়েনস আয়রস ৷ কলকাতা-সহ এই উপমহাদেশের সিংহভাগই হয় ব্রাজিল, নয়তো আর্জেন্তিনার অন্ধ সমর্থক ৷ আর মেসি স্বাভাবিকভাবেই তাদের কাছে 'ঈশ্বর' ৷ বৃহস্পতিবার ভারতীয় সময় মাঝরাতে 974 স্টেডিয়ামে সেই ঈশ্বরের ছবি হাতেই ভাইরাল এই শহরের এক মেসিভক্ত (Messi fan from Kolkata cheers on Argentina at World Cup) ৷
কলকাতার মেসি অনুরাগী মোহিত ডাগা (Messi fan Mohit Daga) এদিন পোল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্তিনার ম্যাচ দেখলেন গ্যালারি থেকেই ৷ স্টেডিয়ামে এদিন তাঁর হাতে ছিল 5 কিলো ওজনের মেসির একটি ছবি ৷ যেটি 17 দিনের প্রচেষ্টায় নিজে হাতে এঁকেছেন কলকাতার মেসিভক্ত ৷ তাঁর সঙ্গী ছিলেন আরেক কিংবদন্তি দিয়েগো মারাদোনার প্রবল অনুরাগী আয়ুষ বর্মা ৷