ম্যাঞ্চেস্টার, 11 এপ্রিল : তিনি বদমেজাজি ৷ তিনি অহংকারি ৷ অথচ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সমর্থকরা বড়াই করেন তাঁর এই স্বভাবের জন্যই ৷ কিন্তু শনিবার গুডিসন পার্কে ম্যাচ হারের পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড মহাতারকা যা করলেন, তার নিন্দা না করে পারবেন না ক্রিশ্চিয়ানোর অতিবড় সমর্থকও ৷ এভারটনের কাছে হারের পর শনিবার মাঠ ছাড়ার সময় এক খুদে সমর্থকের মোবাইল আছড়ে ফেলে দেন পর্তুগিজ মহাতারকা ৷ ঘটনায় এবার ম্যান ইউ ফুটবলারের বিরুদ্ধে তদন্ত শুরু করল মার্সিসাইড পুলিশ (Merseyside police investigate Ronaldo phone incident in United loss) ৷
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর হতাশার বহিঃপ্রকাশের জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন রোনাল্ডো (Cristiano Ronaldo issued an apology for his outburst on Saturday) ৷ যদিও পুলিশি তদন্ত এড়াতে পারলেন না তিনি ৷ গ্যালারিতে ঘটনার প্রত্যক্ষদর্শী এবং খুদে সমর্থকের পরিবারের অভিযোগের ভিত্তিতে রবিবার ঘটনার তদন্ত শুরু করার কথা জানিয়েছে মার্সিসাইড পুলিশ ৷ এদিকে ঘটনার পর থেকে তাঁর সন্তান অবসাদে ভুগছেন বলে দাবি করেছেন অটিস্টিক আক্রান্ত সমর্থকের মা ৷