হ্যাংঝাউ, 7 অক্টোবর:ফাইনাল ম্যাচ আর শেষ হওয়ার এক মিনিট বাকি থাকতেই যত নাটক ৷ ভারত ও ইরানের কবাডি ম্য়াচে খেলা স্থগিত থাকে প্রায় 1 ঘণ্টা 15 মিনিট ৷ ভারতীয় কবাডি দলের অধিনায়ক পবনের আউট হওয়া নিয়ে বিতর্ক শুরু ৷ তারপর কিছুতেই সিদ্ধান্তে আসা যায় না ৷ ম্যাচ স্থগিত হয় ৷ তবে অবশেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারায় থাই ফাই বালে ৷ ফের একবার 'আসলি পাঙ্গা'র জোড় দেখিয়ে দেন পবন, আসলাম, বিশাল-সহ পারভেশরা ৷ তাতেই দেশকে দিনের ষষ্ট সোনা এনে দেয় ভারত ৷ এশিয়ান গেমসে এই নিয়ে 28তম সোনা জিতল ভারত।
- ম্যাচ স্থগিতের কারণ
পুরুষদের কবাডি দল এদিন গতবারের ব্রোঞ্জ এবার সোনায় পালটাতে মরিয়া ছিল। যাবতীয় সমস্যার মূলে ছিলেন রেফারিরা। প্রথম থেকেই রেফারিরা বারবার ভুল সিদ্ধান্ত দিচ্ছিলেন ৷ কখনউ ভারতের বিপক্ষে, কখনউ 'সুলতান' ব্রিগেড তথা ইরানি অধিনায়ক ফাজল আত্রাচালিদের বিরুদ্ধে ৷ সেক্ষেত্রে অনেক পয়েন্টও খুইয়েছেন পবনরা ৷ কোন নিয়মে এশিয়ান গেমস খেলা হচ্ছে, তা নির্ঘাত জানেন না রেফারিরা। তাই তো পরতে পরতে তাঁদের নাটক ধরা পড়েছে ৷
তবে মূল বিতর্ক শুরু হয় ভারতের অধিনায়ক পবনের আউট হওয়া নিয়ে ৷ দু'দলেরই তখন পয়েন্ট ছিল 28। পুরনো নিয়ম অনুযায়ী, ভারতের চার পয়েন্ট পাওয়ার কথা। ইরানের এক পয়েন্ট। নতুন নিয়ম অনুযায়ী, দু'দলেরই এক পয়েন্ট পাওয়ার কথা। কিন্তু রেফারিদের হাবভাব দেখে মনে হচ্ছিল যে তাঁরা জানেন না নিয়ম। তাই নিয়েই চূড়ান্ত ঝামেলা ৷ তাঁরা দু'টি নিয়ম ধরেই এগোচ্ছেন। যখন যে দল প্রতিবাদ জানাচ্ছে, তখন সেদিকে গিয়ে পয়েন্ট দিচ্ছেন রেফারিরা। চরম গাফিলতি।