হ্যাংঝাউ, 1 অক্টোবর: এশিয়াডে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল বিশ্বচ্যাম্পিয়নদের ৷ চিনের বিরুদ্ধে পুরুষদের দলগত ব্যাডমিন্টনে এগিয়ে থেকেও 3-2 ফলাফলে হারতে হল স্বর্ণপদকের লড়াই ৷ প্রথম দু'ম্যাচে জিতে 2-0 এগিয়ে ছিল দেশের পুরুষ শাটলার টিম ৷ উল্লেখ্য, এশিয়াডের ইতিহাসে ব্যাডমিন্টনে ভারতের টিম গেমে এটাই প্রথম রুপোর পদক জয় ৷ তাই সোনা না-এলেও এই জয় ঐতিহাসিকও বটে ৷ তবে, চোটের কারণে এইচএস প্রণয়ের অনুপস্থিতি এ দিন ভারতীয় দল টের পেল প্রতিপদে ৷
কিন্তু, প্রথম দুই ম্যাচে জেতার পরেও, একটি ম্যাচ বের করতে না-পারার আক্ষেপ থেকেই যাচ্ছে ভারতীয় শাটলারদের ৷ পরপর তিন ম্যাচ জিতে দারুণভাবে চিন এ দিন প্রত্যাবর্তন করে ৷ বা বলা যায়, ভারতীয় শাটলারা কোথাও গিয়ে গা-ছাড়া মনোভাব দেখিয়েছিলেন রবিবারের ফাইনালের শেষের দিকে ৷ না হলে, টানা তিন ম্যাচ হাতছাড়া হওয়ার কোনও কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ অন্তত বিশ্বচ্যাম্পিয়নদের ক্ষেত্রে তো নয়ই ৷ প্রণয়ের অনুপস্থিতির কারণে একটা ম্যাচ না-জিততে পারা কোনও কারণ হতে পারে কি ? স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন উঠছে ৷ কারণ, একা প্রণয়ের ভরসায় ভারতীয় পুরুষ দল এশিয়াডে নামেনি ৷
আরও পড়ুন:এশিয়াডে মেয়েদের 50 কেজি বিভাগে ব্রোঞ্জ নিখাতের, প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন পারভিনের