ফুকুওকা (জাপান), 18 জুন: এবার আর্টিস্টিক সুইমিংয়ে অংশ নিতে পারবে পুরুষরাও ৷ প্যারিস অলিম্পিক্সে আর্টিস্টিক সুইমিংয়ে মেয়েদের সঙ্গে সামনভাবে অংশ নেবে তারা ৷ আগে যাদের বলা হত সিঙ্ক্রোনাইজড সুইমার ৷ তারা অবশেষে আর্টিস্টিক সুইমারের মর্যাদা পেয়েছেন ৷ তেমনি একজন সুইমার হলেন, বিল মে ৷ তিনি জানিয়েছেন, এতদিন তাঁরা নিচের স্তরে পারফর্ম করতেন ৷ প্রথমবার অলিম্পিক্সে তাঁরা সুযোগ পাচ্ছেন পারফর্ম করার জন্য ৷ আগামী সামার অলিম্পিক্সে প্যারিসে মেয়েদের সঙ্গেই পারফর্ম করবেন পুরুষরা ৷
ওয়ার্ল্ড অ্যাকোয়াটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া আর্টিস্টিক সুইমার বিল মে সংবাদ সংস্থা এপি-কে বলেন, ‘‘এই সিদ্ধান্তে ক্রীড়াক্ষেত্রে আর্টিস্টিক সুইমিং বা শৈল্পিক সাঁতারকে তুলে ধরা আরও সহজ হবে ৷ আরও বেশি করে পুরুষরা এই আর্টিস্টিক সুইমিংয়ে প্রতি আগ্রহী হয়ে উঠবে ৷’’ তাঁর কথায়, ‘‘ছেলের এই স্পোর্ট থেকে দূরে রাখার অর্থ, আর্টিস্টিক সুইমিংয়ের জনপ্রয়িতা ও প্রসারে বাধা দেওয়া ৷ কিন্তু, যত বেশি করে ছেলেরা এই স্পোর্টসের সঙ্গে জুড়বে, তত বেশি এর প্রসার ঘটবে ও জনপ্রিয়তা বাড়বে ৷’’