কলকাতা, 26 ডিসেম্বর: রক্ষণের ফুটিফাটা সারিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়াটাই লক্ষ্য জুয়ান ফেরান্দোর । মুম্বই সিটি এফসির পরে এফসি গোয়ার বিরুদ্ধে মর্মান্তিক পরাজয় মোহনবাগান সুপার জায়ান্টের ভারসাম্যটা টলিয়ে দিয়েছে । এতদিন কার্ড সমস্যা সঙ্গী ছিল তাঁর । এবার কার্ড সমস্যা এবং চোট সমস্যার যৌথ ধাক্কা সবুজ মেরুন ব্রিগেডের কঙ্কালসার চেহারা সামনে নিয়ে এসেছে । বিশেষ করে রক্ষণের ছবিটা এতটাই হতশ্রী যে উত্তর খুঁজতে ফেরান্দোকে কার্যত চুল ছিঁড়তে হচ্ছে ।
আনোয়ার আলির দীর্ঘকালীন চোট নিয়ে অস্বস্তি ছিল । এবার ব্রেন্ডন হ্যামিলের হ্যামস্ট্রিংয়ের চোট সেই অস্বস্তি আরও দ্বিগুণ করেছে । গোয়ার বিরুদ্ধে কার্ড সমস্যায় হেক্টর ইউস্তে না থাকায় নাস্তানবুদ হতে হয়েছে । কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ইউস্তের প্রত্যাবর্তন হলেও চোটে ছিটকে গিয়েছেন হ্যামিল । ফলে সমস্যা একই জায়গায় রয়ে গিয়েছে । এই অবস্থায় বাড়তি হিসেবে যোগ হয়েছে পরিবর্ত ফুটবলার না থাকা । চলতি আইএসএলের সবচেয়ে বড় বাজেটের দল মোহনবাগান সুপারজায়ান্ট । তাদের ডাগ আউটের এই ফুটিফাটা অবস্থা টিম ম্যানেজমেন্টের অদূরদর্শীতা প্রমাণ করে ।
মরশুমের শুরুতে যাঁদের ম্যানেজমেন্ট কুলোর বাতাস দিয়ে বিদায় করেছিল তারাই এখন সবুজ মেরুনের ত্রাতা । এফসি গোয়া ম্যাচের সেরা কার্ল ম্যাকহিউ বড় উদাহরণ । প্রীতম কোটাল সেই প্রাক্তনী যাঁকে না ছাড়লে হয়তো এখন ফেরান্দোকে চুল ছিঁড়তে হত না । মঙ্গলবার অনুশীলনে দেখা গেল হ্যামিল বাইরে বসে রয়েছেন । তার পাশে বসে সাহাল আব্দুল সামাদ । শাস্তির কবলে পড়ে 4 ম্যাচে নেই লিস্টন কোলাসো। ফলে মুম্বই সিটি এফসিকে হারিয়ে কলকাতায় পা দেওয়া কেরালা ব্লাস্টার্স যে বুধ সন্ধ্যায় পয়েন্ট টেবিলে অবস্থান জোরালো করতে মরিয়া হবে ধরে নেওয়া যায় ।
তবে কেরল শিবিরে একটি খারাপ খবর আড্রিয়ান লুনা নেই । যা জেনে কোচের পাশে বসে ইউস্তে জানিয়েছেন,"ফুটবলারদের চোট পাওয়া দেখতে ভালো লাগে না। লুনা ভালো ফুটবলার। আমাদের দলেও চোট আঘাত সমস্যা রয়েছে। পেশাদার ফুটবলে এই সমস্যাগুলো থাকবে । সেগুলো নিয়েই তিন পয়েন্টের জন্য ঝাঁপাতে হবে ।" প্রায় একই সঙ্গে যোগ করেন,"রক্ষণে বারবার সঙ্গী বদল হলে সমস্যা হয় । যখন আপনি পরস্পরের খেলা বোঝার চেষ্টা করছেন তখন এই ছিটকে যাওয়া সমস্যা তৈরি করে বৈকি । তবে ফুটবলে এই সমস্যা হয়ে থাকে । কোচ বলেছেন আমরা কয়েকটি বাজে সিদ্ধান্তের শিকার হয়েছি । তবে সেগুলো নিয়ে না ভেবে আমরা কতটা শক্তিশালী তা দেখানোর সময় এসেছে ।"