পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

CFL 2023: ডাগ-আউটে নেই বাস্তব, ফিরছেন সুহেলরা, রবিবার বাগানের সামনে সুপার সিক্স নিশ্চিতের লড়াই - ডায়মন্ড হারবার এফসি

কোচ বাস্তব রায়, মহামেডান স্পোর্টিং ম্যাচে কার্ড দেখায় আগামিকাল ডায়মন্ড হারবার ম্যাচের বিরুদ্ধে ডাগ-আউটে থাকছেন না ৷ রবিবার সবুজ-মেরুন তাদের বারো নম্বর ম্যাচ ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে খেলবে। একমাত্র মোহন বাগান সুপার জায়ান্ট শেষ ম্যাচে ছয় গোলের ব্যবধানে পরাজিত হয় তাহলেই ছিটকে যেতে পারে।

সৌঃ টুইটার
CFL 2023

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 9:10 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর: হাফ ডজন গোলে পরাজিত না-হলে কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান সুপার জায়ান্টের যাওয়া আটকাবে না। তবে ফুটবলে অনেক কিছুই হয়। তাই রবিবার নৈহাটি স্টেডিয়ামে বিকেল তিনটের সময় ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে নামার আগে সবুজ-মেরুন শিবিরে সমীহের আবহ। কোচ বাস্তব রায় মহামেডান স্পোর্টিং ম্যাচে কার্ড দেখায় নৈহাটিতে ডাগ-আউটে বসতে পারবেন না। তার বদলে মাঠে থেকে দলকে নির্দেশ দেবেন গোলরক্ষক কোচ অভ্র মণ্ডল এবং বাস্তবের ডেপুটি বিশ্বজিৎ ঘোষাল।

মাঠে থাকতে না-পারলেও দলের প্রস্তুতির যাবতীয় খুঁটিনাটি সাজিয়ে দিচ্ছেন বাস্তব। তবে ডায়মন্ড হারবার ম্যাচের আগে বাগানে স্বস্তি। অনূর্ধ্ব-23 ভারতীয় দলের হয়ে খেলতে ফুটবলাররা ইতিমধ্যে যোগ দিয়েছেন। সুহেল ভাট, আর্শ আনোয়ার, হামতেদের ফিরে আসায় চিন্তা কমেছে মোহনবাগানের ৷ অন্যদিকে দুশ্চিন্তা বেড়েছে ডায়মন্ড হারবারের। চলতি কলকাতা লিগ এবং সদ্য শেষ হওয়া ডুরান্ড কাপে কাশ্মিরী স্ট্রাইকার শুধু গোলই করেননি যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছেন। তাই তাঁর যোগদান সবুজ-মেরুনে গোল করার লোকের অভাব মেটাবে।

বাস্তব বলছেন, "প্রতিপক্ষ হিসেবে ডায়মন্ড হারবার যথেষ্ট শক্তিশালী। ইতিমধ্যে সুপার সিক্সে চলে গিয়েছে। যেহেতু গ্রুপ পর্বের পয়েন্ট সুপার সিক্সে যোগ হবে তাই দু'দলই ম্যাচটা জিততে চাইবে। ফলে উপভোগ্য লড়াই অপেক্ষা করছে। আশা করছি ছেলেরা পুরো পয়েন্ট নিয়েই সুপার সিক্সে যাবে। আমরাও চ্যাম্পিয়নশিপের দৌড়ে দারুণভাবে থাকব।" গ্রুপ-এ'তে মহামেডান স্পোর্টিংয়ের ঝুলিতে 29 পয়েন্ট নিয়ে রবিবার খিদিরপুরের বিরুদ্ধে সুপার সিক্সের অভিযান শুরু করছে। বাকি তিন দলের পয়েন্ট ডায়মন্ড হারবার এফসি 26 পয়েন্টে কালীঘাট এমএস 24 এবং মোহনবাগান সুপার জায়ান্ট 24 পয়েন্টে দাঁড়িয়ে।

সবুজ-মেরুন আগামিকাল তাদের দ্বাদশ ম্যাচ ডায়মন্ড হারবার এফসি'র বিরুদ্ধে খেলবে। কালীঘাট এমএসের বিরুদ্ধে ড্র করেছিল বাস্তব রায়ের দল। ফলে মুখোমুখি লড়াইয়ের ফলাফলের ওপর দাঁড়িয়েও মোহন বাগান সুপার জায়ান্ট সুপার সিক্সে কার্যত পৌঁছে গেল। একমাত্র মোহনবাগান সুপার জায়ান্ট শেষ ম্যাচে ছয় গোলের ব্যবধানে পরাজিত হয় তাহলেই ছিটকে যেতে পারে। প্রাথমিক পর্বের পয়েন্ট যেহেতু যোগ হবে তাই লিগ চ্যাম্পিয়নশীপের দৌড়ে প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। সুপার সিক্সের ছয়টি দল হল ইমামি ইস্টবেঙ্গল, ভবানীপুর ক্লাব, খিদিরপুর, মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি, মোহনবাগান সুপার জায়ান্ট। এর ফলে ডুরান্ড কাপে দু'টো ডার্বির পরে ফের কলকাতা লিগে আবার ডার্বি।

আরও পড়ুন:মুম্বইয়ে হতে পারে অস্ত্রোপচার, মরশুম শেষ আশিক কুরুনিয়ানের

ABOUT THE AUTHOR

...view details