কলকাতা, 14 ডিসেম্বর:পাহাড়ে জয়ের খোঁজে মেরিনার্সরা । দারুণ ভাবে আইএসএলে শুরু করেও গত কয়েকটি ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের পারফরম্যান্স নড়বড়ে । এএফসি কাপ এবং আইএসএল মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে জয় মাত্র একটা । সেটাও দুর্বল হায়দরাবাদ এফসির বিরুদ্ধে । আইএসএলে শেষ ম্যাচে ঘরের মাঠে ওডিশার বিরুদ্ধে হারতে হারতে ড্র করেছে মোহনবাগান । আর্মান্দো সাদিকুর জোড়া গোল হার বাঁচিয়েছিল তাদের । এবার টানা দু’টি অ্যাওয়ে ম্যাচ । গুয়াহাটিতে শনিবার মোহনবাগানের সামনে নর্থ ইস্ট ইউনাইটেড । একবছর আগে গুয়াহাটিতে নর্থ ইস্টের বিরুদ্ধে খেলতে গিয়ে হেরে ফিরেছিল মোহনবাগান । এবার কি জিততে পারবে তারা? প্রশ্নটা উঁকি মারছে কারণ সবুজ মেরুনের পারফরম্যান্স । ঘরের মাঠে নর্থ ইস্ট নাছোড়বান্দা । যা সামলাতে প্রতিপক্ষকে অস্বস্তিতে পড়তে হয়।
চোট এবার মোহনবাগান সুপারজায়ান্টের সমস্যা বাড়িয়েছে । চোট জর্জরিত অবস্থার কিছুটা উন্নতি হয়েছে তবে দূর হয়নি । কার্যত ছন্দহীন মোহনবাগান ফের খেলতে গিয়েছে গুয়াহাটিতে । কোচের হটসিটে বা ড্রেসিংরুমে ঢুকতে পারবেন না কোচ জুয়ান ফেরান্দো । কারণ কার্ড সমস্যা ৷ নর্থ ইস্টের বিরুদ্ধে তিন পয়েন্ট না পেলে বেশ পিছিয়ে পড়বে সবুজ মেরুন । যদিও নর্থ ইস্টের অবস্থা বেশ খারাপ । শেষ চার ম্যাচে জয় পায়নি তাঁরা ।
প্রতিপক্ষ বেকায়দায় থাকলেও এই ম্যাচকে কোনও ভাবেই সহজ বলে ধরে নিতে নারাজ ক্লিফোর্ড মিরান্ডা । তিনি বলছেন, "কোনও দলকেই আমরা খাটো করে দেখি না । যে কোনও দলের বিরুদ্ধেই 3 পয়েন্ট পাওয়ার সমান সুযোগ থাকে । এই ম্যাচেও সে রকমই সুযোগ রয়েছে আমাদের সামনে । নর্থইস্টের গত ম্যাচের দিকে তাকালে দেখবেন প্রথমার্ধেই ওরা 3-4 গোলে এগিয়ে যেতে পারত । ওরা যথেষ্ট ভাল ও গোছানো দল । আমি তো বলব আইএসএল-এর অন্যান্য কয়েকটি দলের তুলনায় ওরা বেশি গোছানো ।"
জুয়ান ফেরান্দোর ডেপুটির এই কথাতেই স্পষ্ট তিনি সমীহ করছেন নর্থ ইস্টকে । তিনি এও বলেন, "ওদের একজন ভাল কোচ আছেন, যাঁর খেলার স্টাইল খুব স্পষ্ট । ওরা বেশি ম্যাচ জেতেনি বলে ওদের ভাল দল বলা যাবে না, আমি তা মানতে রাজি নই। হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমার্ধের খেলা নিশ্চয়ই দেখেছেন সবাই । ওরা কত ভাল দল, তা জানেন । 2023-এর শেষ চারটি ম্যাচের প্রথমটি ছিল সেটি । ওই ম্যাচটার মতো বাকি সব ম্যাচই এখন কঠিন।"
এএফসি এশিয়ান কাপের 50 জনের প্রাথমিক দলে ডাক পেয়েছেন নর্থ ইস্টের পার্থিব গোগৈ । এবারের আইএসএলে গুরুত্বপূর্ণ কয়েকটি গোল করেছেন তিনি । পার্থিবের প্রশংসা শোনা গেল মিরান্ডার মুখে । বললেন, "পার্থিব ভাল খেলোয়াড় । প্রথম চারটি ম্যাচে ও তিনটি গোল করেছে। ওকে ব্যক্তিগত ভাবে আমি পছন্দ করি । ও খুবই গতিশীল, সোজাসাপ্টা ও ফাইনাল থার্ডে খুবই বিপজ্জনক ফুটবলার । তবে শুধু পার্থিব নয়, ওদের দলে ভাল ভাল খেলোয়াড় রয়েছে । দল হিসেবে ওরা খুবই ভাল ।"
গুয়াহাটিতে দলের সঙ্গে যাননি সাহাল আব্দুল সামাদ ও গ্লেন মার্টিন্স । না যাওয়ারই কথা । ওড়িশা ম্যাচে গুরুতর চোট পেয়েছিলেন দু’জনেই । গত বুধবার মোহনবাগান মাঠে তাঁদের দেখা গিয়েছিল ফিজিও-র কাছে ব্যস্ত থাকতে । তবে মোহনবাগান সমর্থকদের জন্য ভালো খবর, অনিরুদ্ধ থাপা দলের সঙ্গে গিয়েছেন । এই ম্যাচেই একাদশে চলেছেন তিন গুরুত্বপূর্ণ ফুটবলার দিমিত্রি পেত্রাটোস, মনবীর সিং এবং হুগো বুমোস। ফলে সবুজ মেরুনের শক্তি যে বাড়ল, সেটা বলার অপেক্ষা রাখে না। নর্থ ইস্ট ইউনাইটেডকে পাঁচ শূন্য গোলে ঘরের মাঠে হারিয়েছে ইস্টবেঙ্গল এফসি । হারের হ্যাটট্রিকের পরে ওই ম্যাচে জয়ের মুখ দেখেছিল লাল হলুদ । এবার মোহনবাগান সুপার জায়ান্টের সামনে নর্থ ইস্ট । ব্যর্থতা সরিয়ে পাহাড়ে জয়ের সূর্যোদয় চায় মোহনবাগান ।
আরও পড়ুন:
- ফিরছেন পেত্রাতোস, নর্থ-ইস্টের বিরুদ্ধে নামার আগে আতস কাঁচের তলায় কামিংসের পারফরম্যান্স
- এশিয়ান কাপের প্রাথমিক 50 জনের দল বাছলেন স্টিম্যাচ; কারা রয়েছেন তালিকায়?
- পাঁচ গোলে জয়ের রেশ ধরে রাখতে ব্যর্থ লাল হলুদ, পঞ্জাবের অভেদ্য চক্রব্যুহে দিশাহারা ইস্টবেঙ্গল