কলকাতা, 27 অগস্ট: ইস্টবেঙ্গলের পর ডুরান্ড কাপের শেষ চারে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্টও ৷ ঘরের মাঠে রবিবার আইল্যান্ডারদের 3-1 গোলে পরাস্ত করল জুয়ান ফেরান্দোর ছেলেরা ৷ সেমিফাইনালে মেরিনারদের সামনে এফসি গোয়া ৷ পেনাল্টি থেকে এদিন সবুজ-মেরুনের হয়ে গোলের খাতা খোলেন অজি স্ট্রাইকার জেসন কামিংস ৷ বাকি দু'টি গোল মনবীর সিং এবং আনোয়ার আলির ৷ মুম্বইয়ের হয়ে একমাত্র গোল পেরেরা দিয়াজের ৷
সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুম্বইয়ের বিরুদ্ধে গত আট ম্যাচে জিততে না-পারার হতাশা নিয়ে এদিন মাঠে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সেদিক থেকে দেখতে গেলে বাগানের এই জয় শাপমুক্তিরও বটে ৷ ম্যাচের 9 মিনিটে এদিন স্পটকিক থেকে গোল করে বাগানকে এগিয়ে দেন কামিংস ৷ বিশ্বকাপারের পা থেকে বল কাড়তে গিয়ে বিপদ ডেকে আনেন বিপক্ষ গোলরক্ষক পূর্বা লাচেনপা ৷ গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে এগিয়ে দেওয়ার সহজ সুযোগ নষ্ট করেননি গত মরশুমে এ লিগের সর্বাধিক গোলস্কোরার ৷
যদিও বাগানের সেই লিড স্থায়ী হয়নি খুব বেশি ৷ বাম প্রান্ত বরাবর প্রত্যাঘাত হেনে ম্যাচে ফেরার চেষ্টায় ছিল ডেস বাকিংহামের ছেলেরা ৷ 28 মিনিটে তাদের সেই প্রচেষ্টা সফলও হয় ৷ আলবার্তো নগুয়েরার বাড়ানো বল থেকে স্কোরলাইন 1-1 করেন মেসির দেশের স্ট্রাইকার দিয়াজ ৷ কিন্তু উচ্ছ্বাস দীর্ঘস্থায়ী হয়নি নেইমারের ক্লাবের বিরুদ্ধে নভেম্বরে এএফসি চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হতে চলা ক্লাবের ৷ দু'মিনিট বাদে হুগো বুমোসের ক্রস থেকে ফাঁকায় হেড করে সবুজ-মেরুনকে ফের এগিয়ে দেন মনবীর ৷